India & World UpdatesHappeningsBreaking News
বিজেপি ক্ষমতায় এলে বাতিল হবে মুসলিম সংরক্ষণ, তেলেঙ্গানায় ঘোষণা শাহের
May 10, 2024
ওয়েটুবরাক, ১০ মে : তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে বাতিল হবে মুসলিম সংরক্ষণ। কংগ্রেস দিনের পর দিন ধরে রাজ্যের এসটি, এসসি, ওবিসিদের ঠকিয়েছে। এদের সংরক্ষণ কেটে মুসলিমদের দিয়েছে। সংরক্ষণের ৪ শতাংশ শুধু মুসলিমদের নামে। গেরুয়া শিবির ক্ষমতায় এলে এই সংরক্ষণের অবসান ঘটবে। বৃহস্পতিবার ভুবনগিরি লোকসভা সাংসদ প্রার্থী বুরা নরসাইয়া গৌড়ের সমর্থনে প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এ বারের নির্বাচন হচ্ছে ‘জিহাদী’ তোষণ বনাম ‘উন্নয়ন’-এর। গত ১০ বছর ধরে মোদি যে ভাবে দেশকে নেতৃত্ব দিয়েছে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কিন্তু কংগ্রেস কী ভাবে মুসলিমদের ‘খুশ’ করা যাই সেই চিন্তায় মগ্ন। ওরা সমাজের নিপীড়িত, গরীব, পিছিয়ে পড়া মানুষদের আরও পিছিয়ে দিচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ বাড়াবে এবং মুসলিম সংরক্ষণের অবসান ঘটাবে। “২০১৯ সালে তেলেঙ্গানার জনগণ আমাদের ৪টি আসন দিয়েছিল। এবার আমরা ১০ টিরও আসন বেশি আসন জিতব। তেলেঙ্গানায় এই দ্বি-অঙ্কের স্কোর প্রধানমন্ত্রী মোদিকে ৪০০ আসন অতিক্রম করতে অনেক সাহায্য করবে। এখনও পর্যন্ত তিন দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ২০০ আসন আমাদের ঝুলিতে এসেছে। “