Barak UpdatesHappeningsBreaking News

তৃতীয় বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠান Folkইরার

১০ জুলাই : দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে এসেছে বরাকের বাংলা গানের দল ফক-ইরা। এ বার গানের দলটি তাদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারা মাস ব্যাপী কিছু কার্যসূচি হাতে নিয়েছে। শনিবার ফক-ইরার সদস্যরা ফকিরটিল্লা উদিতি বৃদ্ধাশ্রম গিয়ে সেখানকার আবাসিকদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন। তাঁদের স্নেহধন্য হয়ে যাতে আগামী দিনে ফক-ইরার পথচলা আরও সুন্দর ও সুদূরপ্রসারী হয়, সে বিশ্বাস থেকেই সেখানে গিয়েছিলেন তাঁরা। তাঁদের হাতে সংগঠন কিছু খাদ্যসামগ্রীও তুলে দেয়।

Rananuj

প্রসঙ্গত, গত সপ্তাহে ফক-ইরা বিশিষ্ট তবলা বাদক শিল্পী অসীমানন্দ বিশ্বাসকে লাইফ টাইম এচিভমেন্ট সম্মাননা তুলে দিয়েছিল।  ফক-ইরার শিল্পীরা জানিয়েছেন, আগামী সপ্তাহেও তারা কিছু কার্যসূচি হাতে নিয়েছেন। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফক-ইরা’র প্রিতম দও, সায়ন রায় কুটন, দেবরাজ ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী, ভাস্কর দাস, শুভ্রাংশু পাল, দেবজিৎ পাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker