NE UpdatesHappeningsBreaking News

তৃতীয় পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী অভিযানে আসামে গ্রেফতার ৪৩১ জন

গুয়াহাটি, ২২ ডিসেম্বর : রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে বাল্যবিবাহের বিরুদ্ধে অসম পুলিশের অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ পর্যন্ত তিনটি পর্যায়ে রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান চলেছে। রবিবার অসম পুলিশের মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ কথা বলেছেন অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান এমপি গুপ্ত। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাল্যবিবাহের বিরুদ্ধে শনিবার অভিযান চালিয়ে ৩৪৫টি মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি কাজি, পরিবারের ব্যক্তি ও স্বামী সহ মোট ৪৩১ জনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান এ দিন আরও বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রথমবার ২০২৩ সালে অভিযান চালানো হয়েছিল। প্রথম অভিযানে ৪৩৮৭টি মামলা দায়ের করা হয়। ওই সময় ৩৪২৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে দ্বিতীয় অভিযানে ৬৮২টি মামলা দায়ের করার পাশাপাশি ৯১৩ জনকে গ্রেফতার করা হয়। তৃতীয় পর্যায়ে বাল্যবিবাহ বিরোধী অভিযানে বর্তমানে ৩৪৫টি মামলা দায়ের করার সঙ্গে আরও ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, এই বাল্যবিবাহ বিরোধী অভিযানে স্বামী ও পরিবারের সদস্য ছাড়াও বেশ কয়েকজন কাজিকে গ্রেফতার করা হয়েছে। তিনটি পর্যায়ে এই বাল্যবিবাহ বিরোধী অভিযানে সর্বমোট ৫৮৪২টি মামলা দায়ের করার বিপরীতে ৫৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ৯৫.০২ শতাংশ মামলার অভিযোগনামা দাখিল করা হয়েছে। তিনি জানান, বাল্যবিবাহের বিরুদ্ধে এই অভিযানের ফলে আসামে এখন মাতৃত্বকালীন মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার যথেষ্ট কমেছে।

রাজ্যের এই উচ্চপদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, যখন বাল্যবিবাহ বিরোধী অভিযান চালানো হয়, তার আগের প্রায় ছয় মাস পুলিশ গ্রাউন্ড ওয়ার্ক করে। এই গ্রাউন্ড ওয়ার্কে সব ধরনের তথ্য হাতে আসার পর অভিযান চালানো হয়। ধীরে ধীরে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার হওয়া লোকের সংখ্যা কমছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেউ কোনওভাবে বয়সের ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করল কিনা সে ব্যাপারেও তদন্ত চালানো হয়। যদি সেরকম কোনও তথ্য পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। যতদিন পর্যন্ত না বাল্যবিবাহ বন্ধ হয়, ততদিন পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker