India & World UpdatesHappeningsBreaking News
তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী, পিয়া
২৪ জানুয়ারিঃ আনুষ্ঠানিকভাবে তৃণমূল দলে যোগ দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও পিয়া সেনগুপ্ত। রবিবার তৃণমূল ভবনে তাঁদের দলে যোগদান করান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ২০১৫-য় অভিনয় জগতে পা রাখা কৌশানী এ সময়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। পিয়া সেনগুপ্ত পরিচালক অনুপ সেনগুপ্তের গৃহিণী এবং জনপ্রিয় অভিনেতা সুখেন দাসের মেয়ে।
কৌশানী বলেন, “ছোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত আমি। আমার গোটা পরিবার একটা দলকেই অনুসরণ করে, সেটা হল তৃণমূল। তাই তৃণমূলের সদস্য হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার।” শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই যে তিনি রাজনীতিতে এসেছেন, সে কথাও সাফ জানিয়ে দেন কৌশানী। তিনি বলেন, ‘‘কীভাবে সাধারণ মানুষের জন্য তিনি কাজ করেন, তা কাছ থেকে দেখেছি আমি। দিদি সারাক্ষণ আমাদের পাশে ছিলেন এবং থাকবেন। আমিও অভিনেত্রী হিসেবে সাধ্যমতো মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। দলের সঙ্গে যুক্ত হয়ে আরও বেশি করে মানুষের জন্য কাজ করতে চাই।’’
মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পিয়াও।
ব্রাত্য বসু বললেন, ‘‘দেশের শিল্প জগৎ সঙ্কটে। অনুরাগ কাশ্যপ, নাসিরুদ্দিন শাহদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। দলিতদের হয়ে মুখ খোলায় আয়ুষ্মান খুরানাকেও হেনস্থা করা হচ্ছে। এ রাজ্যে পরিস্থিতি তেমন নয়। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। কিন্তু তাঁদের এ রাজ্যে হেনস্থা করা হয় না। বিজেপি ক্ষমতায় এলে বাকস্বাধীনতা বলে কিছু থাকবে না।’’ যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছেন, তাঁদের ফিরে আসার আর্জিও জানান ব্রাত্য।