NE UpdatesAnalyticsBreaking News
তীব্র গরমে প্রাথমিক থেকে মাধ্যমিকের ক্লাস শুরু সাড়ে ৭টায়, নির্দেশ শিক্ষা বিভাগের
ব্লেজার বা টাই নয়, প্রয়োজনে চটি পরার অনুমতি দিতে হবে পড়ুয়াদের
গুয়াহাটি, ২৫ মে : তীব্র গরমে নাজেহাল জনজীবন। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলোতে ক্লাস শুরুর নতুন নির্দেশ জারি করেছে রাজ্যের শিক্ষা বিভাগ। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই এই নির্দেশ বলে উল্লেখ করেছে বিভাগ। রাজ্যের সব জেলায় এই নির্দেশ কার্যকর হবে।
শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হবে সকাল ৭টায় এবং তা চলবে বেলা ১২টা পর্যন্ত। মাধ্যমিক পর্যায়ের স্কুলেও পাঠদান শুরু হবে একই সময়ে অর্থাৎ ৭টায়। তবে ক্লাস চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পাঠদান শুরু হবে সাড়ে ৭টায় এবং তা চলবে বেলা ১টা পর্যন্ত। আগামী সোমবার অর্থাৎ ২৭ মে থেকে এই নির্দেশ কার্যকর হবে। রাজ্যের সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও এই নির্দেশ কার্যকর হবে।
এছাড়াও এই নির্দেশে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। বিদ্যালয়ের ক্লাসরুমের ভেতরে বা ছায়া থাকা জায়গায় সকালের সমাবেশ করাতে হবে। ক্লাসরুমে থাকা ফ্যানগুলো চালিয়ে রাখতে হবে। এমনকি ত্রুটিপূর্ণ ফ্যানগুলো মেরামতি করতে হবে বা সেগুলো বদলে ফেলার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রখর গরমের জন্য ব্লেজার, ওয়েস্ট কোট বা টাই না পরার নির্দেশ দিতে হবে। নির্দেশে এও বলা হয়েছে যে, কোনও পড়ুয়া যদি জুতো পরতে অস্বস্তি অনুভব করে, সেক্ষেত্রে তাকে চটি পরার অনুমতি দিতে হবে। গরমে যদি কোনও ছাত্র অস্বস্তি অনুভব করে, সঙ্গে সঙ্গে ওই ছাত্রের অভিবাবককে জানাতে হবে। প্রয়োজনে পাশের কোনও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থাও থাকতে হবে।