Barak UpdatesHappeningsBreaking News
তিন হোমিওপ্যাথ বিশেষজ্ঞকে ক্লাব ভ্যালির সংবর্ধনা
ওয়েটুবরাক, ১০ এপ্রিল : ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ উপলক্ষে ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি’ বরাক উপত্যকার তিনজন স্বনামধন্য হোমিওপ্যাথি বিশেষজ্ঞকে সংবর্ধনা জানিয়েছে। প্রথমত, ক্লাব ভ্যালির এক প্রতিনিধি দল শিলংপট্টিতে ডাঃ মল্লিকা দত্তের (৮৫) বাসভবনে গিয়ে তাঁকে স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায়। তিনি ২০২১ সাল পর্যন্ত তাঁর পেশা সম্মানের সঙ্গে চালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ ৮৩ বছর বয়সেও তিনি নিয়মিত রোগীর চিকিৎসা করেছেন৷ তাঁর অনেক অভিজ্ঞতা প্রতিনিধি দলের সঙ্গে ভাগ করেছেন। এর পর সেই প্রতিনিধি দল উপস্থিত হয় ‘সাউথ আসাম বায়ো-কেমিক অ্যান্ড হোমিওপ্যাথি প্র্যাকটিশনারস ফোরাম’-এর আয়োজনে তারাপুরে স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৮তম জন্মদিন পালন অনুষ্ঠানে। সেখানে দুই প্রখ্যাত চিকিৎসক নলিনী মোহন দাস ( ফোরামের সভাপতি) ও ডঃ প্রবাল পাল চৌধুরীকে ( সাধারণ সম্পাদক) ক্লাব ভ্যালি স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেছে। ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, কনকেশ্বর ভট্টাচার্য, অনিমেষ ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায় এবং সুমিতা ভট্টাচার্য তাদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেন।
প্রথমে স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং উভয় সংস্থার বিভিন্ন বক্তা একজন দরিদ্র ছোট ছেলে থেকে বিশ্বের ‘হোমিওপ্যাথির জনক’ পর্যন্ত কিংবদন্তির যাত্রার কথা তুলে ধরেন। কাছাড়ে একটি ‘হোমিওপ্যাথি মেডিকেল কলেজ’ ফোরামের দীর্ঘদিনের দাবিকে সমর্থন করেছে ক্লাব ভ্যালি। যেহেতু দাবিটি ২০০০ সাল থেকে একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু হাসপাতালের জন্য, নিজস্ব জমি থাকা সত্ত্বেও, এখনও তা বাস্তবায়িত হয়নি। তাই ক্লাব ভ্যালি এই বিশেষ বিষয়ে ফোরামের পাশে দাঁড়িয়েছে।