Barak UpdatesHappeningsBreaking News
প্রায় তিন মাস পর কাছাড়ে শুরু ফেরি পরিষেবা
১৭ জুন : লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার থেকে বরাক নদীতে ফেরিসেবা পুনরায় চালু হয়েছে। অভ্যন্তরীণ জল পরিবহণ নিগমের অধীনে এই ফেরিসেবা শুরু হওয়ায় খুব স্বাভাবিকভাবেই নিত্য যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই প্রচণ্ড ঝুঁকির মধ্যে মানুষ ছোট নৌকো দিয়ে নদী পারাপার করেছেন।
নিগমের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ জুন কাছাড়ের জেলাশাসক তথা ডিডিএমএ-র চেয়ারপার্সন এক নির্দেশ জারি করে কাছাড়ে ফেরিঘাট চালু করতে বলেছেন। কিন্তু মঙ্গলবার ফেরি অনুযায়ী ঘাট ঠিক করা এবং এসব স্যানিটাইজ করে চলাচলের উপযোগী করে তোলা হয়। ফলে প্রায় তিন মাস পর এই পরিষেবা বুধবার থেকে শুরু হয়েছে।
এ দিকে, এ দিন শুধু শিলচরের অন্নপূর্ণা ঘাটেই নয়, ফুলেরতল, সোনাবাড়িঘাট, বেরেঙ্গা, ছোট দুধপাতিল ইত্যাদি বহু ফেরিঘাটেই পরিষেবা শুরু হয়েছে। নিগমের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা প্রতিরোধে সব সরকারি গাইডলাইন যাত্রীদের মেনে চলতে হবে। ফেরিতে ওঠার আগে হাত ধুতে হবে। মুখে মাস্ক লাগাতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।