India & World UpdatesHappeningsBreaking News
তিন বছরের কারাদণ্ড, ইমরান খান গ্রেফতার
ওয়েটুবরাক, 5 আগস্টঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার গ্রেফতার করা হয়েছে। তাঁকে তোষাখানা মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছে সেখানকার জেলা ও দায়রা আদালত। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা। অনাদায়ে আরও ৬ মাসের জেল। পার্টি সুপ্রিমো ইমরান খানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের রাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইমরানের গড়া দল পিটিআই-র সমর্থকরা স্থানে স্থানে বিক্ষোভ প্রদর্শন করছেন।
গত ৩ জুলাই শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ইমরান। তাঁর দাবি ছিল, পাক সরকার একটা ‘প্ল্যান’ করেছে তাকে জেলে ঢোকানোর। মামলা যেভাবে এগোচ্ছে তা থেকে পরিষ্কার, পুরো বিষয়টিই পূর্ব পরিকল্পিত। এর ২ দিনের মধ্যে ইমরানের গ্রেফতারিতে সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। এদিনও গ্রেফতার হওয়ার আগে একটি ভিডিও পোস্ট করে ইমরান দাবি করেছিলেন, ‘লন্ডন প্ল্যান’ অনুসরণ করে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে দলীয় সমর্থকদের হিংসায় না জড়ানোরই আর্জি জানিয়েছিলেন তিনি।
এবছরের নভেম্বরেই পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা। এই সময়ে গ্রেফতারের দরুন ইমরানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।