Barak UpdatesHappeningsBreaking News

তিন ট্রাক থেকে বাজেয়াপ্ত ২৮ হাজার কেজি ইউরিয়া, ধৃত ৩

ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বর : তিনটি ট্রাকে শুধুই  ইউরিয়া সারের প্যাকেট৷ মোট ২৮২৩০ কেজি৷ কিন্তু নেই কোনও নথিপত্র৷ পুলিশের অনুমান, আসামের বরাদ্দ সরকারি ইউরিয়া কোনও দুষ্ট চক্র বাইরে পাচার করে দিচ্ছে৷ এর আগেও বহুবার এই ধরনের সার কেলেঙ্কারি সামনে আসে৷

কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানিয়েছেন, তিনটি ট্রাকের সূত্র ধরে বহু নতুন তথ্যলাভে তাঁরা সক্ষম হয়েছেন৷ এ পর্যন্ত তিনজন সার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে৷ এরা হলো আমজাদ হোসেন, সিপার আহমেদ লস্কর, মিসবা ইসলাম লস্কর৷

পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার কালাইনে ট্রাক তিনটিকে ধরা হয়৷ নম্বর এনএল ০১এডি ২৫৪৭, এনএল ০১এডি ২৫৪৮ এবং এনএল ০১এডি ২৫৫১৷ পুলিশের টহলদারি দলকে দেখেই চালকরা গাড়ি রেখে পালিয়ে যায়৷ অনুসন্ধানে পুলিশ তাদের তিনজনের যোগসাজস সম্পর্কে নিশ্চিত হয়৷ দুজনের বাড়ি শিলচর থানা এলাকায়৷ সিপারের বাড়ি ধলাইয়ে৷

মাহাত্তার ইঙ্গিত, তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে৷ তাদেরও খোঁজ পাওয়া গিয়েছে৷ শীঘ্রই সবাইকে জালে পোরা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker