Barak UpdatesHappeningsBreaking News
তিন কোটি টাকার ড্রাগস সহ করিমগঞ্জে ধৃত এক
ওয়েটুবরাক, ১৭ নভেম্বর : ড্রাগসবিরোধী অভিযানে তৃতীয় বারের মতো সাফল্য পেলো রাতাবাড়ি থানার ভেটারবন্দ এডি ক্যাম্প। বুধবার নাকা চেকিংয়ের সময় পুলিশ এক লক্ষ ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করেছে। এর বাজার মূল্য তিন কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে । বুধবার বিকাল তিনটার সময় ভেটারবন্দ এ ডি ক্যাম্পের ইনচার্জ নুরুল আমিন বড়ভুইয়া, কনস্টেবল নুরুল আমিন, গার্ড শংকর কুমার নাথ ও আলতাফ হোসেন নাকা চেকিং করতে গিয়ে মিজোরাম থেকে আসা একটি ইনোভা যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালান। এতে গাড়িতে ১ লক্ষ ইয়াবা টেবলেটের প্যাকেট উদ্ধার হয়। পুলিশ গাড়িতে তল্লাশি আরম্ভ করতেই বছর তেইশের এক যুবক দৌড়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই বাইকে পুলিশ কর্মীরা তার পিছু ধাওয়া করে ক্ষেতের জমিতে গিয়ে পাকড়াও করতে সক্ষম হন। পুলিশ করিমগঞ্জের সালেপুরের সাহাব উদ্দিনের পুত্র বুরহান উদ্দিনকে গ্রেফতার করেছে। তার সঙ্গে আরো চার যুবক ছিল। তারা নিজেদের সাধারণ যাত্রী হিসাবে পরিচয় দেয়। পুলিশ তাদের কে গ্রেফতার না করলেও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিলামবাজারে পাচারের উদ্দেশ্যে আইজল থেকে ১ লক্ষ ইয়াবা ট্যাবলেট ইনোভা গাড়িতে করে নিয়ে আসছিল কুখ্যাত ড্রাগস মাফিয়া বুরহান উদ্দিন। রাতাবাড়ি থানার ওসি ইন্সপেক্টর রতন দাস গাড়ি ও ড্রাগস সহ পাচারকারী যুবক বুরহান উদ্দিনওকে (২৩) কে থানায় এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।
এই তিন তিন বার ভেটারবন্দ এডি ক্যাম্পের রুটিন চেকিং এর সময় বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার হলো। মিজোরাম থেকে ড্রাগস আমদানির জন্য কাটলিছড়া ভেটারবন্দ সড়ক কে দীর্ঘদিন ধরে করিডোর হিসেবে ব্যবহার করে আসছে ড্রাগস মাফিয়ারা। তবে রাতাবাড়ি পুলিশের একের পর এক সাফল্যে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন।তারা ড্রাগসের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানোর জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তবে পুলিশকে করিমগঞ্জ জেলার ড্রাগস পাচারের মূল শিখরে যেতে হবে তা হলে সাফল্য আসতে পারে নতুবা শক্ত হাতে তাদের দমন করতে হবে ।
নইলে করিমগঞ্জ জেলায় যুব সমাজ বিপন্ন হবে । তাই জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব কে বিষয়টি নিয়ে ভাবতে হবে । যুব সংগঠন,সামাজিক সাংস্কৃতিক সংগঠন কে এগিয়ে আসতে হবে অন্যতায় যুব সমাজকে বিপদ থেকে রক্ষা করতে হবে ।