Barak UpdatesHappeningsBreaking News
বারইগ্রামে তিন কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত, ধৃত ১
ওয়েটুবরাক, ১৪ জুলাই: মোটা অংকের নেশা সামগ্রী বাজেয়াপ্ত হলো করিমগঞ্জ জেলায়৷ গ্রেফতার করা হয়েছে আখতার হোসেন নামে একজনকে৷ জেলা পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া নিজে অভিযানে নেতৃত্ব দেন৷ পরে জানান, প্রায় তিন কোটি টাকার ড্রাগস সহ ধরা পড়েছে আখতার।
মিজোরাম থেকে পাথারকান্দিতে বড় অংকের ড্রাগস আসছে, গোয়েন্দা সূত্রে এমন বার্তা পেয়ে জেলা পুলিশ সুপার বরুয়া পাথারকান্দি সহ বিভিন্ন এলাকার পুলিশকে সতর্ক করে দেন এবং বেশ কিছু স্থানে সাদা পোশাকে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। শেষে রাত আটটা নাগাদ বারইগ্রাম পেঁচারপার রোডে এম এল ০৪ বি ৫০৬৫ একটি বোলেরো গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ। ধরা পড়ে, গাড়ির পেট্রোল ট্যাঙ্কির সঙ্গে তৈরি হয়েছে অতিরিক্ত একটি ট্যাঙ্কি৷ ওই ট্যাঙ্কি এবং অতিরিক্ত টায়ারের ফাঁকে ৫০০ গ্রামের অধিক নেশাজাতীয় সামগ্রী। এর বাজার মূল্য তিন কোটি টাকা হবে বলে অনুমান করছেন জেলা পুলিশ সুপার।
ড্রাগস সহ ধরা পড়তেই আখতার নিজেকে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের কাকাতুতো ভাই বলে পরিচয় দেয়৷ তার বাবা একসময় ধলছাড়া জিপির সভাপতি ছিলেন। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে ড্রাগস পাচারে ধৃত ব্যক্তি তার নিকটাত্মীয় বলে পরিচয় দেওয়ার পর বিধায়ক আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।