Barak UpdatesHappeningsBreaking News
তিনশো শয্যার হাসপাতালই চাই, জোরালো দাবি সভায়
ওয়েটুবরাক, ১৬ জানুয়ারি : শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মকর্তারা শিলচর সিভিল হাসপাতালকে তিনশো শয্যার হাসপাতালে উন্নীত করার দাবিকে সামনে আগামীতে জোরালো আন্দোলন গড়ে তোলার পক্ষে মতামত ব্যক্ত করেন। কমিটির পক্ষ থেকে বলা হয় যে জেলার স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য অতি গুরুত্বপূর্ণ শিলচর সিভিল হাসপাতাল দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রেও কোনও উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি।
দাবি কমিটি গঠনের পর জেলা প্রশাসন ও শিলচর পুরসভাকে এব্যাপারে অবহিত করার পর তাদের পক্ষ থেকে সাফাই অভিযান চালানো হয়। পুরসভা পক্ষ থেকে পাঠানো শ্রমিকদের কাজে তদারকি করতে প্রতিদিন দাবি কমিটি ও সহযোগী সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত থাকেন এবং শ্রমিকদের দুপুরের খাবার ও পানীয় জল প্রদান করা হয়। যদিও দীর্ঘ প্রায় দু’মাস ধরে সাফাই চালানো হলেও এখনও বহু জায়গা পরিষ্কারের কাজ শেষ হয়নি। দাবি কমিটির পক্ষ থেকে এও বলা হয়, তিনশো শয্যার হাসপাতাল নির্মাণের কথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ২০২০ সালের নভেম্বর মাসে ঘোষণা করে গিয়েছিলেন।
পরবর্তীতে এ ব্যাপারে সরকারের কোনও তৎপরতা পরিলক্ষিত হয়নি। বর্তমানে ১৫০ শয্যার বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কথা চলছে, কিন্তু দাবি কমিটি তিনশো শয্যার হাসপাতাল নির্মাণের দাবিতে অনঢ়৷ আজকের সভায় উপস্থিত ছিলেন দাবি কমিটির তিন আহ্বায়ক কমল চক্রবর্তী, হানিফ আহমেদ বড়ভূঁইয়া, সুরজিত সোম সহ সুকল্পা দত্ত, প্রদীপ সুরানা, নির্মলকুমার দাস, পরিতোষচন্দ্র দত্ত, উত্তমকুমার সাহা, গুণাকর দাস, কৃষাণু ভট্টাচার্য, রাহুল রায়, হিল্লোল ভট্টাচার্য, মধুমিতা দেব সহ নেতাজী ছাত্র যুব সংস্থার কর্মীরা।