Barak UpdatesHappeningsBreaking News

তিনদিন বরাক ঘুরে কী বলে গেলেন হিমন্ত?

ওয়েটুবরাক, ২৪ আগস্ট: তিনদিন ধরে বরাক উপত্যকার তিন জেলা সফর করে শনিবার বিকালে বিশেষ বিমানে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হওয়ার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন৷ কী কী বললেন তিনি, এরই অংশবিশেষ তুলে ধরা হল৷

Rananuj

* কাছাড় ক্যানসার হাসপাতালে আরও একটি লিন্যাক মেশিন বসানো হবে৷ আসাম সরকার সেজন্য ১২ কোটি টাকা মঞ্জুর করেছে৷

* হাইলাকান্দিতে মেডিক্যাল কলেজ নির্মাণ করা হবে৷ জমির ব্যবস্থা হলে আগামী বছরই এর নির্মাণ কাজ শুরু হবে৷

* করিমগঞ্জ ও হাইলাকান্দিতে দুটি জল সরবরাহ প্রকল্প নির্মাণ করা হবে৷ সে জন্য একশো কোটি টাকার অধিক ব্যয় হবে৷ দরপত্র আহ্বান করা হয়েছে৷

* শিলচর মেডিক্যাল কলেজে পাঁচশো শয্যার হাসপাতাল নির্মাণের কাজ ২০২৫ সালের নভেম্বরের মধ্যে শেষ হবে৷ এর পরই শুরু হবে হাজার শয্যার হাসপাতাল নির্মাণের কাজ৷ এর কাজ শেষ হতে আরও ২-৩ বছর লাগবে৷ পরে বর্তমান দালানবাড়ি ভেঙে ফেলা হবে৷ সে জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে৷

* শিলচর শহরে দুর্গাপূজার আগে ১৩টি রাস্তা নির্মাণ করা হবে৷ ১৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷

* রাঙ্গিরখাড়ি থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত রাস্তার দুইদিকে ড্রেন সহ রাস্তা প্রশস্ত করা হবে৷ বরাদ্দের পরিমাণ ৩০ কোটি টাকা৷ ওই অংশে বর্তমান রাস্তাটির সংস্কারের জন্য ব্যয়বরাদ্দ ধরা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা৷

* তারাপুর শিববাড়ি সিঙ্কিং জোনের ২৫০ মিটার এলেভেটেড করিডর নির্মাণ করা হবে৷ ৪০০ খুঁটির ওপর বসবে আরসিসি স্ল্যাব৷ আগামী দশদিনের মধ্যে কাজ শুরু হবে৷ ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি টাকা৷

* বিমানবন্দর থেকে উধারবন্দ পর্যন্ত ১৭ কিমি রাস্তাও তৈরি করা হবে৷

* করিমগঞ্জে ১৬ কোটি টাকা এবং হাইলাকান্দিতে ৯ কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ হয়েছে৷

* ক্যাপিটেল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ২.৩ কিমি সড়ক নির্মাণের জন্য ২.৬৩ কোটি টাকা মঞ্জুর হয়েছে৷ কাজ করাবে এনএইচআইডিসিএল৷ ঠিকাবণ্টন সম্পন্ন৷

* রামনগর থেকে রংপুর পর্যন্ত ৮.৪ কিমি সড়ক নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ হয়েছে৷ ৬.৫২ কোটি টাকার এই কাজের ঠিকাবণ্টন সম্পন্ন৷

* মালিডহর থেকে বদরপুর পর্যন্ত ২৮ কিমি সড়কের জন্য ১৮০০ কোটি টাকা ব্যয়বরাদ্দ ধরা হয়েছে৷ ২ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হবে৷

* রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তার নির্মাণকাজও এনএইচআইডিসিএল করবে৷ সে জন্য খরচ ধরা হয়েছে ৩৭ কোটি টাকা৷

* শিলচরে সাত কিলোমিটার দীর্ঘ উড়ালসেতু তৈরি হবে৷ অনুমিত ব্যয় ১২০০ কোটি টাকা৷ ক্যাপিটেল থেকে চিত্তরঞ্জন এবং ক্যাপিটেল থেকে রামনগর উড়ালসেতুর ডিপিআর তৈরি করেছে রাইটস৷ তবে সে জন্য দুই কিমি জমি অধিগ্রহণ করতে হবে৷ আড়াই বছরে এই কাজ শেষ হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker