Barak UpdatesHappeningsBreaking News
তিনটি গণধর্ষণ, প্রশাসনকে পাত্তা দিচ্ছে না দুষ্কৃতীরা, উদ্বেগে ডিএসও
ওয়েটুবরাক, ১২ মে: গত কয়েকদিনে কাছাড় জেলার বিভিন্ন স্থানে পর পর তিনটি গণধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে৷ তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এআইডিএসও এবং এআইএমএসএস। উভয় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ধলাই বিধানসভা কেন্দ্রের শেওড়াতলে, সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এন আই টি’র পাশে এবং কালাইনে প্রমোদ ভ্রমণে নিয়ে গিয়ে যে ঘটনা সংগঠিত হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে জেলায় দুষ্কৃতীরা প্রশাসনকে পাত্তা দিচ্ছে না । প্রশাসনের চূড়ান্ত উদাসীনতার ফলে অপরাধীরা আশকারা পাচ্ছে।
সংগঠনগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়, করোনা ভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে যখন জনসাধারণ ভীত, সন্ত্রস্ত ঠিক এই সময়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে৷ সরকারের চরম ব্যর্থতার ফলে সমাজ জীবনে নীতি, নৈতিকতা, মূল্যবোধ ইত্যাদি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকারের অনুমতিতে দেশে অশ্লীল ওয়েবসাইট চালু রয়েছে, যেখানে পর্ণ ছবি ঢালাও ভাবে সবাই দেখতে পাচ্ছে৷ অন্যদিকে সরকারের লাইসেন্স নিয়ে মদের দোকান খোলা হচ্ছে সর্বত্র। এ অবস্থায় শিশু, কিশোরী, মহিলা, বৃদ্ধা কেউই নিরাপদ নন।
তাঁদের অভিযোগ, একদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে সরকারের চরম ব্যর্থতা, অন্যদিকে মহিলাদের চূড়ান্ত নিরাপত্তাহীনতা সমাজ জীবনে অসহায়ত্ব নামিয়ে এনেছে। তাই উভয় সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি জেলায় সংগঠিত গণধর্ষণের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জোরালো দাবি তুলে ধরা হয়েছে৷