Barak UpdatesHappeningsBreaking News
তিথির বৈগুণ্যে এ বার দু’দিন লক্ষ্মীপুজো
৩১ অক্টোবর : বিজয়া দশমীর বিষাদময় রেশ কাটতে না কাটতেই ফের উতসবের আনন্দে গা ভাসায় বাঙালি। ঘরে ঘরে ধনদায়িনী দেবীর আরাধনা। ফলে প্রায় প্রতিটি ঘরেই পুজো নিয়ে ব্যস্ততা। দেবী লক্ষ্মীর মূর্তি কেনার তোড়জোড়, সঙ্গে পুজোর উপকরণ জোগাড় করা, আর আলপনায় ঘর সাজিয়ে নিজের মতো করে দেবীর আসন পাতার ব্যস্ততা তো রয়েছেই। মহিলারাই বিশেষভাবে এই দায়িত্বটুকু সামলে নেন। তার ওপর এ বছর তিথির কারণে লক্ষ্মীপুজো বলতে গেলে দু’দিন। তবে বেশিরভাগ বাড়িতেই পুজো হয়েছে প্রথমদিন। সন্ধের পর তিথি শুরু হওয়ায় কোজাগরী দেবী লক্ষীর পুজো মূলত এ দিনই হয়েছে। তবে কেউ কেউ দ্বিতীয় দিনও সন্ধেয় সন্ধেয় পুজোর আয়োজন করেছেন।
তবে ইদানীং শুধু বাড়িতেই নয়, অনেক জায়গায় মণ্ডপেও ধূমধামে দেবীর পুজো হয়। তবে এ বার করোনার জন্য সবকিছুই একটু ভিন্ন। আয়োজনে কোভিড প্রটোকল মেনেই সবাই দেবীর আরাধনা করেছেন। আর বাড়ি বাড়ি গিয়ে পুজোয় অংশ নেওয়ার চিত্রটাও এ বার অনেক কম। ঠিক যেন গৃহস্থ নিরালায় বসে দেবীর পুজো করে একান্তে বলেছেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।