Barak UpdatesHappeningsBreaking News
তারাপুর ওভারব্রিজের কাছ থেকেই ৪৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
ওয়ে টু বরাক, ২৫ অক্টোবর : শহরের আনাচে কানাচে বা শহরতলী নয়, এ বার শহরের তারাপুর ওভারব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে বৃহৎ পরিমাণ গাঁজা। মঙ্গলবার বিএসএফ ও আসাম পুলিশের যৌথ অভিযানে ৪৮ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা গাঁজার বাজারমূল্য ১০ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ তিনজনকে আটক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তারাপুর ব্রিজের নিচে জনতার উপচে পড়া ভিড় ছিল।
জানা গেছে, পাচারকারীরা এই প্রচুর সংখ্যক গাঁজা নিয়ে বাইরের রাজ্যে যাওয়ার ফন্দি এঁটেছিল। ৫টি ভিআইপি কোয়ালিটির বড় ব্যাগে মোট ৩৬টি প্যাকেটে ছিল এই পরিমাণ গাঁজা। গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে। আর এতেই সাফল্য পায় পুলিশ ও বিএসএফ। সেখান থেকেই তিনজনকে আটক করে পুলিশ।
এ দিকে, ঘটনার খবর পেয়েই সেখানে এসে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার ও শিলচর সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী। গাঁজা উদ্ধার করে আটক তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
আটক হওয়া যুবকদের নাম বিহারের মথুরাপুর এলাকার বাসিন্দা সিকন্দর কুমার(২৩), বিহার জামিনী চোকের বাসিন্দা ধর্মেন্দ্র কুমার (২৭) এবং বিহার সেলিমপুরের আরমান সরিয়া(২৮) বলে জানা গেছে। বর্তমানে পুলিশ তাঁদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।