NE UpdatesIndia & World UpdatesHappenings
তামেংলং পর্যন্ত রেললাইন তৈরি, নিরাপদে পৌঁছাল মালগাড়ি
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারি: জিরিবাম হয়ে ট্রেন ঢুকল মণিপুরের তামেংলং জেলায়৷ সেখানকার ওইনামলং গ্রামে তৈরি রানি গাইদেনলিউয়ের নামাঙ্কিত স্টেশনে প্রথম হাজির হয় এক মালগাড়ি৷ একে স্বাগত জানাতে হাজির ছিলেন গ্রামের শত শত মানুষ।
১৪ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি জিরিবাম-ইম্ফল লাইনে রয়েছে ১৫৩টি সেতু, ৪৬টি সুড়ঙ্গ৷ একটি রেল সুড়ঙ্গ রয়েছে ১২ কিলোমিটার দীর্ঘ৷ এটি ভারতীয় রেলে দ্বিতীয় সবচেয়ে লম্বা রেল সুড়ঙ্গ।
১১১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে থাকা নোনে সেতুর সাতটি পিলারের মধ্যে দুটির উচ্চতা ১৪১ মিটার। তাই নোনে রেল সেতু হল পিলারের উপর দিয়ে পাতা বিশ্বের সর্বোচ্চ সেতু।
ডোনার মন্ত্রী জি কিষাণ রেড্ডি টুইটারে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরে প্রথমবার মণিপুরের তামেংলং পর্যন্ত মালগাড়ি পৌঁছাল৷ এই ঘটনা ঐতিহাসিক।