India & World UpdatesHappeningsBreaking News
তাওয়াঙে হাতাহাতিতে জড়াল ভারত ও চিনা সেনা
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর: অরুণাচলের তাওয়াংয়ে ফের মুখোমুখি ভারত ও চিনা সেনা। ঘটনা শনিবারের৷ তাওয়াং সেক্টরের ইয়াংৎসে অঞ্চলে চিনা সেনাবাহিনীর জওয়ানরা বিতর্কিত অংশ পার করে ভারতের দিকে ঢুকে পড়লে ভারতীয় সেনা বাধা দেয়। দুই তরফের হাতাহাতিতে উভয় পক্ষের বেশ কিছু জওয়ান জখম হন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনার পরে দুই তরফই এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে। পরে ভারত ও চিনা বাহিনীর কমান্ডারেরা ফ্ল্যাগ মিটিংয়ে মিলিত হন। দুই তরফই শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে একমত হয়।
অরুণাচলে তাওয়াং ও অন্যান্য সেক্টরে বিক্ষিপ্তভাবে দুই সেনার মুখোমুখি হওয়ার ঘটনা আগেও অবশ্য ঘটেছে। চিনা সেনার হাতে একাধিকভাবে অরুণাচলের গ্রামবাসীরা আটকও হয়েছেন। কিন্তু এ বারের ঘটনা সংঘর্ষে পৌঁছেছে। সেনাবাহিনী জানিয়েছে, চিনের দিকে থাং লা শিবির থেকে তিন শতাধিক সেনা ইয়াংৎসে নদী পার করে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার করে ঢুকে পড়েছিল। ভারতীয় বাহিনী তাদের রুখে দিতে গেলে চিনের তরফে ভারতের জওয়ানদের মারধর শুরু হয়। সেনাবাহিনী সরকারিভাবে সামান্য জখম হওয়ার কথা বললেও নাম প্রকাশে অনিচ্ছুক সেনা সূত্র জানায়, ভারতের বেশ কিছু জওয়ানের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের গুয়াহাটির সেনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিনেরও একাধিক জওয়ান জখম হয়েছেন।
সাধারণত নির্দিষ্ট সীমান্তরেখা না থাকায় চিনা টহলদার বাহিনীর ভারতের দিকে ঢুকে পড়া নতুন ব্যাপার নয়। কারণ দুই পক্ষই বেশ কিছু এলাকাকে নিজের বলে দাবি করে। কিন্তু এ বারের ঘটনায় যেভাবে চিনের পিএলএ বাহিনীর ৩০০ জওয়ান নদী পার করে ভারতে ঢুকে এলাকা দখলের চেষ্টা করে তা সচরাচর ঘটে না। তারা হয়ত ভাবতে পারেনি, ভারতের দিকেও পর্যাপ্ত সেনা মোতায়েন রয়েছে।