NE UpdatesHappeningsBreaking News
তেজপুরে রাষ্ট্রপতি, বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনী ক্ষেত্রে পরিণত করার আহ্বান
ওয়েটুবরাক, ২৬ ফেব্রুয়ারি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ শনিবার তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ তম সমাবর্তনে অংশ নেন৷ দীক্ষান্ত ভাষণে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনী ক্ষেত্রে পরিণত করার আহ্বান জানান। বলেন, সামাজিক দায়িত্বপালনে বিশ্ববিদ্যালয়ের বিরাট ভূমিকা রয়েছে। স্থানীয় সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা বা প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে ছাত্র-গবেষকদের। তাঁরা আশপাশের কিছু গ্রাম দত্তক নিতে পারেন, তাঁদের উন্নয়নে কর্মপরিকল্পনা নিতে পারেন। তাঁর মতে, অসমের সৌন্দর্য ও জীব-বৈচিত্র্য ঈশ্বরপ্রদত্ত ৷ একে সংরক্ষণ করা খুবই প্রয়োজন। এ কাজে যুব প্রজন্মকে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে।
উত্তর-পূর্বে জৈব কৃষির উপরে গুরুত্ব দিয়ে কোবিন্দ বলেন, জৈব চাষের উন্নতির পাশাপাশি এই ধরণের কৃষিজ সামগ্রীর ব্র্যান্ডিং ও বিপণনে তেজপুর বিশ্ববিদ্যালয় বড় ভূমিকা নিতে পারে। কোভিড যে সামগ্রিকভাবে লেখাপড়ার উপরে ব্যাপক প্রভাব ফেলেছে বলে এর উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, করোনা ও লকডাউন বিশেষ করে সমাজের দুর্বল শ্রেণির ছেলেমেয়েদের পড়াশোনায় খুব ক্ষতি করেছে। নতুন জাতীয় শিক্ষানীতিতে ডিজিটাল শিক্ষা প্রযুক্তির উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার সুবিধা সুলভ করতে ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালু করা হচ্ছে। এ ক্ষেত্রে অসমিয়া ও অন্যান্য স্থানীয় ভাষায় উচ্চমানের শিক্ষণ-সামগ্রী তৈরির ক্ষেত্রে তেজপুর বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।
এ দিনের সমাবর্তনে স্বর্ণপদক পাওয়া ৪৭ জনের মধ্যে ২৭ জনই ছাত্রী। রাষ্ট্রপতি সে কথা উল্লেখ করে বলেন, আমি যে কটি সমাবর্তনে অংশ নিচ্ছে, দেখছি যে অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের পিছনে ফেলে দিচ্ছেন। এই অসাধারণ সাফল্য ভবিষ্যতের লিঙ্গবৈষম্যহীন ভারতেরই আগমন বার্তা বহন করছে।
Enlightened to hear words of wisdom of Hon’ble President Shri Ram Nath Kovind ji at Tezpur University’s 19th convocation.
Hon’ble First Lady Smt Savita Kovind ji, Hon’ble Governor Prof @jagdishmukhi ji, Dr @ranojpeguassam & TU VC Prof VK Jain were also present@rashtrapatibhvn pic.twitter.com/0w1u4UnoiN
— Himanta Biswa Sarma (@himantabiswa) February 26, 2022