India & World UpdatesHappeningsBreaking News
ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে মনমোহনকে শ্রদ্ধার্ঘ ইউনূসের
ওয়েটুবরাক, ১ জানুয়ারি: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে আগামীদিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোয় তা নিয়ে চর্চা রয়েছে। এরই মধ্যে সৌজন্যের বার্তা দিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঢাকার বারিধারায় ভারতীয় হাই কমিশনে মহম্মদ ইউনূসকে স্বাগত জানান ভারতীয় দূত প্রণয় কুমার ভার্মা। সেখানে উভয়ের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংহের সঙ্গে তাঁর স্মৃতি শেয়ার করেন ইউনূস। তিনি বলেন, “কী সাধারণ মানুষই-না ছিলেন তিনি ! অথচ কী পাণ্ডিত্য !” পাশাপাশি তিনি এও বলেন, ভারতকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মনমোহন সিংহ।