India & World UpdatesHappeningsBreaking News
ঢাকায় পড়ুয়াদের সঙ্গে গ্রামরক্ষী বাহিনীর সংঘর্ষে জখম ৪০
ওয়েটুবরাক, ২৬ আগস্ট: পড়ুয়াদের সঙ্গে গ্রামরক্ষী বাহিনীর (আনসার) সদস্যদের মধ্যে সংঘর্ষে রবিবার রাত থেকেই ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। সবাকেই ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
চাকরি সরকারি করার দাবিতে গত দু’দিন ধরে আন্দোলন চালাচ্ছে আনসার। তাদের বক্তব্য, আশ্বাস দেওয়ার পরেও দাবি মানা হয়নি। রবিবার দুপুর থেকে আনসার সদস্যরা সচিবালয়ের বিভিন্ন গেটের বাইরে বিক্ষোভ-অবস্থান শুরু করেন। তাঁদের অবস্থানের ফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সচিবালয়ের কাজ থমকে যায়। সচিবালয়ের মধ্যে কেউ প্রবেশ করতে পারছিলেন না। আবার যাঁরা ভিতরে ছিলেন তাঁরা আটকে পড়েন। রাত যত বাড়তে থাকে, উত্তেজনা ততই ছড়াতে থাকে। একটা সময় খবর ছড়ায়, সচিবালয়ের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাদিম ইসলাম আটকে রয়েছেন। তিনি ছাড়াও আরও কয়েক জন সমন্বয়কও সচিবালয়ে আটকে পড়েন। সেই খবর ছড়িয়ে পড়ার পরেই পড়ুয়ারা দলে দলে বেরিয়ে আসেন। জড়ো হন সচিবালয়ের সামনে। তার পরই আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। রবিবারের পর সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন জায়গায় থমথমে পরিস্থিতি।