Barak UpdatesHappeningsBreaking News
ড০ আবুল হাসান চৌধুরীর গ্রন্থ নিয়ে শিলচরে আলোচনা ও উন্মোচন বরাক এডুকেশন সোসাইটির
ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: দ্বিতীয়বারের মতো ড০ আবুল হাসান চৌধুরীর গ্রন্থ “সমীক্ষন” নিয়ে আলোচনা ও উন্মোচন আয়োজন করল বরাক এডুকেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটি। রবিবার শিলচরে সোসাইটির কার্যকরী সভাপতি আইনজীবী তাজ উদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় প্রথমে সোসাইটির সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। পরে গ্রন্থ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন ইউআইআইসি-র ডিভিশনাল ম্যানেজার আবুল হোসেন লস্কর। তিনি তাঁর আলোচনায় বইকে সামাজিক, ধর্মীয় ও অন্যান্য প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে বর্ণনা করেন এবং লেখনীর ভাবধারা অনেক গভীরে বলেও মন্তব্য করেন। সর্বোপরি সমাজের স্বার্থে তিনি বইটির বহুল প্রসার ও প্রচারের কামনা করেন। অনুষ্ঠানের মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড০ হুমায়ূন বখত বলেন, বইটি সমাজের কুসংস্কার দুরীকরণের পাশাপাশি সমাজকে সঠিক দিশা দেখানোর মতো অনেক কিছুই রয়েছে।
বইটির লেখক ড০ আবুল হাসান চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই পবিত্র কোরানের প্রতি তাঁর ঝোঁক ছিল। পরবর্তীতে আবার পবিত্র কোরান নিয়ে গবেষণা করার সুযোগ আসে, আর সেটা করেনও তিনি। ফলস্বরূপ ইসলামি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাঁর মন থেকে ইসলামি দর্শন ও অন্যান্য বিষয়ে লেখার জন্য তাগিদ আসে। আর তিনি সে তাগিদেই লিখেন। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কেন্দ্রীয় সচিব লালমিয়া লস্কর। সব শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ বড়ভুইয়া। তাছাড়া নানা আলোচনায় অংশ নেন বিশিষ্ট সংস্কৃতি কর্মী মিলন উদ্দিন লস্কর, আনুয়ারুল হক লস্কর, আলি হোসেন বড়ভুইয়া, আইনজীবী মাহমুদ হাসান মজুমদার প্রমুখ। উল্লেখ্য, বইটি সম্প্রতি বরাক এডুকেশন সোসাইটির করিমগঞ্জ জেলা কমিটি ভাঙ্গার নেকটার সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক অনুষ্ঠানে উন্মোচন করে।