NE UpdatesHappeningsBreaking News
ড্রাগস মুক্ত মিজোরাম গঠনের ঘোষণা বিজেপির নির্বাচনী ইস্তাহারে
ওয়েটুবরাক, ২৮ অক্টোবর : আগামীদিনে মিজোরামকে ‘ড্রাগস মুক্ত’ রাজ্য করা হবে। দুর্নীতি বিরুদ্ধে লড়াই জারি থাকবে৷ শুক্রবার মিজোরাম বিধানসভার নির্বাচনী ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে এ কথা জানিয়ে দেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তিনি বলেন, খেলাধূলার ক্ষেত্রে আরও বেশি এবং উন্নত পরিকাঠামো করা হবে মিজোরামে। গড়ে তোলা হবে স্পোর্টস অ্যাকাডেমি। ফুটবল, রেসলিং, ওয়েট লিফটিং, হকি এবং ব্যাডমিন্টন খেলার দিকে আরও বেশি জোর দেওয়া হবে। জেপি নাড্ডা বলেন, ”এরই সঙ্গে এখানে আমরা চালু করব মিশন অলিম্পিক। এই রাজ্যের ক্রীড়াবিদরা যাতে অলিম্পিকে গিয়ে ভালো ফল করেন এবং মেডেল জিততে পারেন সেদিকে নজর দিয়েই উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে।”
তাঁরা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখবেন তাও এদিন আরেকবার জানিয়ে দেন সর্বভারতীয় সভাপতি। তিনি জানান, তাঁরা উন্নয়ন, স্বচ্ছতা এবং সকলের মধ্যে ঐক্য বজায় রাখতে চান। এই লক্ষ্য নিয়েই কাজ করা হবে মিজোরামে। এসইডিপি-র যে দুর্নীতি এবং অনিয়ম হয়েছে তা তদন্ত করার জন্য একটি বিশেষ দল গঠন করা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।