NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ড্রাগস পাচার : মিজোরাম থেকে কাছাড় পুলিশ ধরে আনল সাজিদ আহমেদকে

ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : ড্রাগস সিন্ডিকেটের বড় মাথা সাজিদ আহমেদকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ৷ বহুদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিলেন তাঁরা৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার মিজোরামে গিয়ে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান৷ লুংলে থেকে ধরে তাকে শিলচরে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সুপার নোমল মাহাত্তা জানিয়েছেন৷ তিনি বলেন, ২৯ বছরের সাজিদের বাড়ি করিমগঞ্জ জেলার কেউটিতে৷ কাছাড়ে তার বিরুদ্ধে ড্রাগস পাচারের অন্তত পাঁচটি মামলা রয়েছে৷

Rananuj

সাজিদকে গ্রেফতার করতে গিয়ে কাছাড় পুলিশ আরও মাদক পাচারকারীকে পেয়ে যায়৷ দুজনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ আরেক ধৃতের নাম আব্দুল মতিন৷ মাহাত্তা আশা করছেন, তাদের কাছ থেকে মাদক পাচারের বহু তথ্য জানা যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker