Barak UpdatesHappeningsBreaking News
ডিসেম্বরের মধ্যে মহাসড়কের বালাছড়া হারেঙ্গাজাও অংশের কাজ শেষ হবে, আশাবাদী রাজদীপ
ওয়ে টু বরাক, ২৪ ফেব্রুয়ারি : চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মহাসড়কের ৯০ শতাংশ রাস্তার ফোর লাইনের কাজ শেষ হবে। শুক্রবার হারেঙ্গাজাও বালাছড়া মহাসড়কের ২৫ কিলোমিটার কাজ পরিদর্শন করে এই আশা ব্যক্ত করলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়। পরিদর্শন শেষে তিনি জানান, প্রায় ৬০ শতাংশ কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে।
এদিন সকালে সাংসদ মহাসড়কের কাজ পরিদর্শন কালে কাজের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি আধিকারিকদের সঙ্গে সরজমিনে খতিয়ে দেখলেন নির্মীয়মান মহাসড়কের প্রত্যেকটি বিভাগের কাজ। পাইলিং, ব্রিজ, সড়ক নির্মাণ ইত্যাদি কাজের অগ্রগতি দেখে সাংসদ আশা প্রকাশ করেন, আগামী আগস্ট মাসের মধ্যে মহাসড়কের একপাশে ডাবল লাইনের উপর দিয়ে গাড়ি চলাচল করতে পারবে।
প্রতিটি কাজের অগ্রগতি সম্পর্কে কোম্পানি আধিকারিকদের সঙ্গে বিস্তর আলোচনা করেন সাংসদ। বিশেষ করে সামনেই বর্ষার মরশুম, সেটাকে মাথায় রেখে কাজের গতি বাড়াতে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির আধিকারিক ও কর্মীদের বললেন রাজদীপ।
প্রসঙ্গত মহাসড়কের কাজ শুরু হওয়ার পর এ নিয়ে পঞ্চম বারের মত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গেলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়।