Barak UpdatesHappeningsBreaking News

ডিসি-র নির্দেশিকা মানা সম্ভব নয়, বৈঠকে সিদ্ধান্ত তারাপুরের পূজা আয়োজকদের

৫ অক্টোবর: পূজা নিয়ে জেলাশাসকের নির্দেশিকায় পূজা আয়োজকদের মধ্যে ক্ষোভ তীব্রতর হচ্ছে৷ রবিবার সন্ধ্যায় নির্দেশিকা নিয়ে বৈঠকে বসেন তারাপুর অঞ্চলের পূজা কমিটিগুলির কর্মকর্তারা৷ ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ আলোচনার পর সিদ্ধান্ত হয়, অযৌক্তিক বিধি মানা সম্ভব নয়৷ ফলে তারা যেভাবে চূড়ান্ত করোনা সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন, পূজা সেভাবেই হবে৷ কারণ দুর্গাপ্রতিমা নির্মাণ ১৪-১৫ দিনের বিষয় নয়৷ ফলে এখন আর মূর্তি ৫ ফুটে নামানো যাবে না৷

দ্বিতীয়ত, পুরোহিতদের করোনা টেস্ট, অ্যাম্বুলেন্স মজুত রাখা ইত্যাদিও অযৌক্তিক৷ রাত ১০ টায় মণ্ডপ বন্ধ করে দিলে ব্যুমেরাং হয়ে দাঁড়াবে৷ সন্ধায় এমন ভিঢ় হবে, পারস্পরিক দূরত্বের বালাই থাকবে না৷ মাইক বাজানোর সঙ্গে করোনার সম্পর্ক নিয়েও বিস্মিত তাঁরা৷ অস্থায়ী পুজোমণ্ডপের নির্দেশ মানতে গেলে প্রায় সব  কমিটিকেই মাঝপথে পূজার উদ্যোগ বন্ধ করে দিতে হবে৷ প্রতিমা বিসর্জনে ৫০ জনের অনুমতি দাবি করেন তাঁরা৷ এ সব নিয়ে সোমবার তাঁরা জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker