NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশন : বিরোধী জোটে নেই আপ
ওয়েটুবরাক, ৪ জুলাই : আপ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে৷ নীতিগতভাবে এই বিতর্কিত পদক্ষেপকে সমর্থন করে তারা। আপ নেতৃত্বের বক্তব্য, একই দেশে বিভিন্ন লোকের জন্য বিভিন্ন আইন চলতে পারে না। আম আদমি পার্টির জাতীয় সাধারণ সম্পাদক সন্দীপ পাঠক বলেছেন, ‘আমরা অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করি। অনুচ্ছেদ ৪৪ অনুসারেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি থাকা উচিত।’ এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সাধারণ ফ্রন্ট তৈরি করতে চাওয়া দলগুলোর সঙ্গে আপের দূরত্ব বেড়েছে। তারা যেমন জাতীয় পর্যায়ে বিরোধী জোটে নেই বলে জানিয়ে দিয়েছে, তেমনি তেজপুরে আসাম রাজ্য কমিটি বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে, এখানে নানা ইস্যুতে যে বিরোধী জোটের আন্দোলন হয়, সেগুলোতে তারা সামিল হবে না৷ ডিলিমিটেশন ইস্যুতে তাদের বিরোধিতা থাকলেও তারা জোটের শরিক হয়ে আন্দোলন করবে না জানিয়ে দিয়েছে৷ শিলচরে ডিলিমিটেশন ইস্যুতে বিরোধী জোটের যে বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছিল, তাতে তাঁরা সামিল ছিলেন না স্থানীয় আপ নেতৃত্ব জানিয়ে দিয়েছে৷