Barak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশন খসড়ার প্রতিবাদে কালো পোশাক পরে অনশনে সুস্মিতারা
ওয়েটুবরাক, ১০ জুলাই : ডিলিমিটেশনের খসড়াকে অন্যায্য বলে উল্লেখ করে এর প্রতিবাদে অনশনে বসলেন তৃণমূল কংগ্রেস নেত্রী, রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব৷ সোমবার সকাল নয়টায় নরসিংটোলার মাঠ সংলগ্ন শিবমন্দিরে প্রণাম করে অনশন শুরু করেন তিনি৷ সঙ্গে দলীয় কর্মকর্তারা৷ অন্যায় ভাবে, বিভাজনের লক্ষ্যে এবং গেরুয়া হস্তক্ষেপে এই ধরনের একটা খসড়া তৈরি করা হয়েছে, এই সব অভিযোগে তাঁরা সবাই কালো পোশাক পরিধান করেন৷
সুস্মিতা জানান, বরাক উপত্যকার প্রতিটি জেলায় লোকসংখ্যা বেড়েছে৷ কিন্তু নির্বাচন কমিশন বিধানসভার আসন কমানোর প্রস্তাব দিয়েছে৷ এর কোনও যুক্তি বোঝা গেল না৷ একে কোনওভাবে মেনে নেওয়া যায় না বলে জোর গলায় মন্তব্য করেন তিনি৷
সোমবার দশ ঘণ্টার অনশনের কথা সাংসদ দেব আগেই ঘোষণা করেছিলেন৷ তিনি বলেন, এ তো প্রতীকীমাত্র৷ এখানেই থেমে থাকবেন না তাঁরা৷