India & World UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশনে স্থগিতাদেশ জারির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
ওয়েটুবরাক, ২৪ জুলাই : অসমে ডিলিমিটেশন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ অসমের ন’টি রাজনৈতিক দল এই মামলা দায়ের করেছিলেন ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে সোমবার মামলার শুনানি হয় ৷ আদালত জানায়, জুনে খসড়া প্রস্তাব জারি করে এই প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে এখন আর এই প্রক্রিয়া স্থগিত করা যাবে না ৷
স্থগিতাদেশের.আবেদন খারিজ হয়ে গেলেও শীর্ষ আদালত এই মামলায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে ৷ আবেদনকারীরা ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮এ ধারার সাংবিধানিক বৈধতাকেও চ্যালেঞ্জ করেছেন ৷ সুপ্রিম কোর্ট ওই ধারার সাংবিধানিক বৈধতা পরীক্ষা করতে সম্মত হয়েছে ৷ জনপ্রতিনিধিত্ব আইনের এই ধারাতেই নির্বাচন কমিশনকে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় ।