NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশনঃ ২০ জুলাই গুয়াহাটিতে বরাকের শুনানি
ওয়েটুবরাক, ১৩ জুলাইঃ ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবের ওপর যারা দাবি-আপত্তি পেশের পর এ বার শুনানি পর্ব শুরু হতে চলেছে। আগামী ১৯ জুলাই নির্বাচন কমিশন তিনদিনের শুনানিতে আসামে আসছে। বরাক উপত্যকার শুনানি আগামী ২০ জুলাই, গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে। তিনদিনই একই ওই জায়গায় বসবে কমিশন৷ ১৯ জুলাই বিকাল তিনটা থেকে সাত জেলার মানুষের বক্তব্য শুনবেন তারা৷ ডিমা হাসাও, কার্বি আংলং, ওয়েস্ট কার্বি আংলং, কোকরাঝাড়, চিরাং, বাকসা ও উদালগুড়ি প্রথম দিনের তালিকায়৷ ২০ জুলাই সকাল সাড়ে নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলা সহ মোট নয়টি জেলার জনগণকে নিজেদের দাবি-আপত্তির পক্ষে যুক্তি দেখাতে বলা হয়েছে৷ অন্য ছয়টি জেলা হল ধুবড়ি, গোয়ালপাড়া, বরপেটা, দক্ষিণ শালমারা, বঙ্গাইগাঁও ও নলবাড়ি৷ পরবর্তী দুইঘণ্টা সময় দেওয়া হয়েছে কামরূপ, কামরূপ মেট্রো, দরং, নগাঁও, শোণিতপুর, মরিগাঁওকে৷ বাকি জেলাগুলির বক্তব্য শোনা হবে পরদিন অর্থাৎ ২১ জুলাই সকাল সাড়ে নয়টা থেকে। তবে সর্বভারতীয় এবং রাজ্য পর্যায়ে স্বীকৃত দলের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক ভাবে কথা বলার জন্য সময় বরাদ্দ রয়েছে। ২০ তারিখে বিকাল সাড়ে তিনটা থেকে তাদের নামের আদ্যাক্ষর অনুসারে ডাকা হবে।