Barak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশনঃ আন্দোলন সূচি ঘোষণা করল সিআরপিসিসি
ওয়েটুবরাক, ৭ জুলাইঃ আগামী ১১ জুলাইর মধ্যে বরাক উপত্যকার তিন জেলার প্রতিটি সংগঠন এবং নাগরিককে নির্বাচন কমিশনারের কাছে ই-মেল পাঠিয়ে বিতর্কিত ডিলিমিটেশন খসড়া বাতিলের দাবি জানাতে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির (সিআরপিসিসি) পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সমিতির চেয়ারম্যান তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য বলেন, ডিলিমিটেশন বাতিলের দাবিকেই এখন অগ্রাধিকার দিতে হবে। কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ ঘোষণা করেন, ১১ তারিখে দাবি-আপত্তির মেয়াদ ফুরিয়ে গেলেই তাদের কাজ শেষ হবে না। এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত বাতিল না হয়, ততদিন তাদের ময়দানে থাকতে হবে। আপাতত তাঁরা ২১ জুলাই পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত করেছেন। এর মধ্যে রয়েছে, ১২ জুলাই সিআরপিসিসির পক্ষ থেকে বরাক উপত্যকার তিন জেলা সদরে ধরনা প্রদর্শন এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। স্মারকলিপির বিষয়বস্তু হলো, খসড়া প্রকাশের পর মুখ্যমন্ত্রী সহ সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা খিলঞ্জিয়া শব্দ ব্যবহার করে বিভাজন সৃষ্টির যে চেষ্টা করা হচ্ছে, তাকে প্রতিহত করা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের রাজ্যের প্রতিটি জেলাসদরে যাওয়ার জন্য রাজ্যপাল যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন।
সাধন পুরকায়স্থ জানান, ১৩ থেকে ১ জুলাই পর্যন্ত বরাক উপত্যকার স্থানে স্থানে প্রতিবাদী সভার আয়োজন করা হবে। পরে ২০ ও ২১ জুলাই গুয়হাটিতে নির্বাচন কমিশনের সফরকালে সমিতির প্রতিনিধি দল উপস্থিত হয়ে মতামত তুলে ধরবেন।
শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ছাড়াও মত বিনিময় করেন দুই ভাইস চেয়ারম্যান সিহাবুদ্দিন আহমেদ ও সুব্রত নাথ, সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ, আলি রাজা ওসমানি প্রমুখ।