NE UpdatesBarak UpdatesHappenings
ডিমা হাসাওয়ে গ্রেফতার পাঁচ আদিবাসী জঙ্গি
ওয়েটুবরাক, ৩০ এপ্রিলঃ অসমের ডিমা হাসাও জেলায় আদিবাসী পিপল লিবারেশন আর্মির (এপিএলএ) পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে মাইবাং থেকে দুইজনকে ধরা হয়৷ তাদের জেরা করে হারাঙ্গাজাও থেকে তুলে আনা হয় আরও তিনজনকে৷ পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত ২৫ এপ্রিল তাঁরা অভিযানে নামেন৷ গ্রেফতার করেন বিমল খোল (২৭) ও করণ লোহার (২৬)-কে। পরে ধরা পড়ে নিপেশ রিকিয়াসন (২৫), জয়দীপ ভূমিজ (২০) এবং বিজু কর্মকার (২৬)। ধৃত পাঁচ জঙ্গিই বর্তমানে পুলিশ হেফাজতে । ধৃত বিমল খোল মাইবাং টাউন কমিটির গাড়িচালক। পুলিশের দাবি, তার নেতৃত্বেই আদিবাসী যুবকরা বন্দুক হাতে তুলে নিচ্ছিল৷ সদস্যভর্তির জন্য বিমলই তৎপরতা চালিয়েছিল৷ আদিবাসীদের পাশাপাশি কিছু জনজাতি যুবককেও জঙ্গিদলে নাম লেখানোর চেষ্টা চলছিল৷ তবে এর আগেই তাদের কোমর ভেঙে দেওয়া গিয়েছে বলে দাবি পুলিশের৷