NE UpdatesHappeningsBreaking News
ডিমা হাসাওয়ে অপহরণ-খুনের অভিযোগে দুই পুলিশ কনস্টেবল গ্রেফতার
২৮ নভেম্বর: গত ২৪ এপ্রিল ডিমা হাসাও জেলায় অপহৃত হয়েছিলেন ব্যবসায়ী সন্তোষ হোজাই৷ ৩০ এপ্রিল তার অর্ধদগ্ধ মৃতদেহ গর্ত খুঁড়ে উদ্ধার করেছিল পুলিশ৷ সাত মাস পরে শুক্রবার রাতে ওই ঘটনায় জড়িত সন্দেহে সিআইডি দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে৷ ধৃতরা হল বিপুল লহকর ও শংকর বানিয়াকে৷ বিপুল লহকর ঘটনার সময় ডিএসপি সূর্যকান্ত মরানের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন৷ শংকর বানিয়া আসাম পুলিশের ব্ল্যাক কমান্ডো৷
ঘটনার পরই সন্তোষ হোজাইর স্ত্রী জয়ন্ত হোজাই হারাঙ্গাজাও থানায় এফআইআর দিতে গেলে পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়৷ তিনি শেষে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন৷ আদালতকে জানান, পুলিশই সাদা পোশাকে তাঁর স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে মেরে ফেলেছে৷ ডিএসপি সূর্যকান্ত মরানকে মুখ্য অভিযুক্ত করেন৷ উচ্চ আদালত ডিআইজি পদমর্যাদার অফিসার দিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য রাজ্যের পুলিশ প্রধানকে নির্দেশ দেয়৷
দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি দিলীপকুমার দে সিট-প্রধানের দায়িত্ব নিয়েই হারাঙ্গাজাও থানার ওসি অংশু রাজকুমারকে সাসপেন্ড করেন৷ ডিএসপি মরানকে ডিমা হাসাও থেকে হাইলাকান্দির কাটলিছড়ায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নে পাঠান৷ ডিআইজির রিপোর্ট পেয়েই হাইকোর্ট সিআইডি-কেপূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেয়৷ সিআইডি নিজেদের কাজে নেমে প্রথমেই দুই কনস্টেবলকে গ্রেফতার করল৷