NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

ডিমাসাদের ‘জুডিমা’ জিআই ট্যাগ পেল

ওয়েটুবরাক, ২৬ সেপ্টেম্বর : ডিমাসাদের পরম্পরাগত পানীয় জুডিমা জিআই ট্যাগ পেল৷ চেন্নাইর জিআই ট্যাগিং নিজেদের ওয়েবসাইটৈ আজ রবিবারই তা ঘোষণা করেছে৷ এর বলে জুডিমা এখন ব্র্যান্ডিংয়ের উপযুক্ত হয়ে উঠল৷ জাতীয়-আন্তর্জাতিক বাজারে নিজেকে তুলে ধরার সুযোগ পেল৷ এর আগে মণিপুরের কমলা, বিশেষ প্রকারের মরিচ এবং কার্বি আংলঙের আদা জি ট্যাগিং পেয়েছে৷ তবে পরম্পরাগত মদের জিআই ট্যাগিং উত্তর-পূর্বে এই প্রথম৷

Rananuj

জুডিমার জিআই ট্যাগিংয়ের দাবি ওঠে ২০১৬ সালে৷ সে বারই ইয়ুথ অ্যাসোসিয়েশন ফর এমপাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ডিমাজিক হাসাও নামে মহিলাদের সংগঠন আসাম কৃষি বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে কাজ করতে অনুরোধ জানায়৷ বিশ্ববিদ্যালয় তিন বিজ্ঞানী কিশোর শর্মা, গার্গী শর্মা এবং এস মাইবংসাকে দায়িত্ব দেয়৷ ইয়ুথ অ্যাসোসিয়েশন ফর এমপাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সচিব তথা গৌহাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উত্তম বথারিও ছিলেন গবেষক দলে৷ তিনি জানিয়েছেন, জুডিমার পরম্পরাগত দিক এবং উৎপাদনে স্বচ্ছতা বিচার করে শংসাপত্র প্রদান করে৷ এরই ভিত্তিতে জিআই ট্যাগিং হল৷

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker