NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ডের মূল অভিযুক্ত রাহুল ছেত্রীর আত্মসমর্পণ
ওয়ে টু বরাক, ৫ ডিসেম্বর : ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কাণ্ডের মূল অভিযুক্ত রাহুল ছেত্রী অবশেষে আত্মসমর্পণ করল। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত র্যাগিঙের ঘটনা সামনে আসার পর থেকেই রাহুল পলাতক ছিল। তাকে খুঁজে বের করতে অভিযান জারি রেখেছিল ডিব্রুগড় পুলিশ। এরপর সোমবার লেখাপানি থানায় রাহুল আত্মসমর্পণ করে। এরপরই তাকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।
পুলিশের কাছে আত্মসমর্পণের আগে রাহুল ছেত্রী সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন, তিনি র্যাগিংয়ের ঘটনায় জড়িত নন। কীভাবে র্যাগিংয়ের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ল, সে সম্পর্কেও তিনি অবগত নন। নিরাপত্তাহীনতায় ভোগার কারণেই তিনি আত্মগোপন করেছিলেন বলে সাংবাদিকদের জানান। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ মিথ্যা বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে এই র্যাগিংয়ের ঘটনা ঘটেছিল। এরপরই র্যাগিংয়ের ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এদিকে, ৩ ডিসেম্বর কল্যাণ দত্ত নামে অপর এক অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। র্যাগিংয়ের ঘটনায় গুরুতর জখম আনন্দ শর্মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।