NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড়ের নতুন মেয়র সৈকত পাত্রকে সম্মান জানাল বাংলা সাহিত্য সভা
ওয়ে টু বরাক, ৭ মার্চ : বাংলা সাহিত্য সভা অসম-র ডিব্রুগড় শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার নবনিযুক্ত ডিব্রুগড় পুরনিগমের নগরাধ্যক্ষ বা ডিব্রুগড় কর্পোরেশনের মেয়র সৈকত পাত্রকে উত্তরীয়, ফুলের তোড়া ও বই-কলম দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভার সম্পাদক স্বপ্না নাথ উপাধ্যায় এ দিন সংবর্ধনা জানাতে গিয়ে বলেন, ডিব্রুগড় ‘পৌরসভা’ থেকে ‘পৌরনিগমে’ উন্নীত হওয়ায় আমরা খুবই আনন্দিত। সৈকত পাত্রের মতো একজন সমাজসেবক, ডাক্তার, উচ্চশিক্ষিত, কর্মদক্ষ, সংস্কৃতিবান ও নিরহঙ্কার ব্যক্তিকে প্রথম মেয়র বা নগরাধ্যক্ষ হিসেবে পেয়ে ডিব্রুগড়বাসী গর্বিত।সবসময় বাংলা সাহিত্য সভা তাঁর পাশে থাকবে এবং বিভিন্ন সময়ে তাঁর উপদেশ এবং সহযোগিতা কাম্য।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তিনি বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। বাংলা সাহিত্য সভার ‘পরিবেশ দিবসে’এ বৃক্ষ রোপন কার্যসূচি এবং অঙ্কুর বঙ্গীয় প্রাথমিক বিদ্যালয় ও বাংলা সাহিত্য সভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে তাঁর উপস্থিতি ও সহযোগিতা অনুপ্রেরণা দিয়েছে।
এ দিন সৈকত পাত্রকে সংবর্ধনা জানান সভার কেন্দ্রীয় উপদেষ্টা মৌসুমী বাগচী, সম্পাদক স্বপ্না নাথ উপাধ্যায়, কোষাধ্যক্ষ সুব্রত রায় এবং সদস্য মোহনা বণিক, নির্মল কান্তি সাহা, রুমি দেব, মৌলী দে ও সলিল গুহ মজুমদার। সভার শুভাকাঙ্ক্ষী টঙ্ক প্রসাদ উপাধ্যায়ও এক ‘ফুলাম গামছা’ দিয়ে মেয়র সৈকত পাত্রকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি তাঁর কর্মজীবনে আরও উদ্যম ও সাহসিকতার সঙ্গে সুস্থ মনে এগিয়ে যান, বাংলা সাহিত্য সভার পক্ষ থেকে এই কামনা করা হয়েছে।