NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড়ে হাফ ম্যারাথনে দৌঁড়লেন ৮০০ প্রতিযোগী
ওয়েটুবরাক, ৬ নভেম্বর : অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যৌথ ভাবে রবিবার ডিব্রুগড়ে নর্থইস্ট হাফ ম্যারাথনের আয়োজন করে৷ তিনটি বিভাগে ৮০০ প্রতিযোগী তাতে অংশ নেন৷ দেশের বৃহত্তম রেল-সড়ক সেতু বগীবিল সেতুর এক প্রান্তে এই হাফ ম্যারাথন শুরুর সবুজ সংকেত দেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি৷ বিধায়ক প্রশান্ত ফুকন, এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, জেলাশাসক বিক্রম কৈরি, পুলিশ সুপার শ্বেতাঙ্ক মিশ্র সেখানে উপস্থিত ছিলেন৷ ছিলেন অয়েল এবং রেল বিভাগের কর্মকর্তারাও৷
পুরুষ-মহিলা উভয় বিভাগে ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়ে বিজয়ীদের নগদ টাকা, মেডেল এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। মোট সাড়ে ছয় লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়৷
অংশগ্রহণকারী পুরুষ ও মহিলাদের জন্য ২১ কিমি, ১০ কিমি ও ৫ কিমি দৌড়ে প্রতিযোগিতা হয়। ২১ কিমি হাফ মারাথন দৌড়বিদদের মধ্যে ত্রিলোক কেআর ০১:০৮:৪৪ সময়ের মধ্যে সম্পূর্ণ করে পুরুষদের দৌড়ে জয় লাভ করেন৷ অন্যদিকে ০১:৩৭:০৫ সময়ের মধ্যে সম্পূর্ণ করে মহিলাদের দৌড়ে জয় লাভ করেন নদিয়া পাটর। পুরুষদের মধ্যে মনবী সিনহা ০১:১০:০৪ সময়ের মধ্যে সম্পূর্ণ করে দ্বিতীয় স্থান লাভ করেন৷ মহিলাদের মধ্যে মায়া মেধি ০১:৪০:২০ সময়ের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করতে সক্ষম হয়েছেন।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ অফিসার সব্যসাচী দে জানান, উত্তর পূর্ব ভারতে ক্রীড়াবিদদের ক্ষমতায়ন ও ক্রীড়া কার্যকলাপের বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন পরিচালিত হচ্ছে। পরিকল্পিত সিরিজের প্রথম ম্যারাথন ৫ ফেব্রুয়ারি মালিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে৷ এই সিরিজের দ্বিতীয় ইভেন্টটি ২৬ ফেব্রুয়ারি দার্জিলিঙে অনুষ্ঠিত হয়। উত্তর পূর্ব ভারতে ক্রীড়া সংস্কৃতির উন্নয়নের জন্য অদূর ভবিষ্যতে এই ধরনের ক্রীড়া অনুষ্ঠান আরও অনুষ্ঠিত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।