NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড়ের উদ্দেশে রওয়ানার জন্য প্রস্তুত ‘গঙ্গাবিলাস’, মোদির হাতে উদ্বোধন ১৩-ই
ওয়েটুবরাক, ১০ জানুয়ারি: বারাণসী-বাংলাদেশ-অসম পাড়ি দিচ্ছে বিশ্বের দীর্ঘতম রিভার-ক্রুজ গঙ্গা বিলাস। সোমবার গুয়াহাটিতে এ কথা জানালেন কেন্দ্রের জলপথ, বন্দর, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি জানান, ৬২ মিটার লম্বা, ১২ মিটার চওড়া এম ভি গঙ্গা বিলাসের তিনটি তলায় ১৮টি স্যুইট থাকছে। যাত্রা করতে পারবেন সর্বাধিক ৮০ জন পর্যটক। সব ধরণের পাঁচতারা বিলাসব্যসন থাকা ক্রুজে চড়তে গেলে দৈনিক ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকা গুণতে হবে। প্রথম যাত্রায় ইতিমধ্যেই কলকাতা থেকে ৩২ জন সুইস পর্যটককে নিয়ে বারাণসী আসছে গঙ্গা বিলাস। সেখানে ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জলযান ডিব্রগড় পৌঁছবে ১ মার্চ। পথে ২৭টি নদী প্রণালী হয়ে ৩২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে গঙ্গা বিলাস, যা বিশ্বে সবচেয়ে লম্বা। সোনোয়াল জানান, দেশের নদী পর্যটনে নতুন দিগন্ত নিয়ে আসবে গঙ্গা বিলাস। মোট ৫১ দিনের যাত্রায় কাশী থেকে সারনাথ, সুন্দরবন থেকে কাজিরাঙা, কলকাতা, বিহার, ঢাকা, গুয়াহাটি হয়ে মোট ৫০টি পর্যটনস্থল ঘুরবেন পর্যটকেরা। কাশীর আরতি, সারনাথে বৌদ্ধ ধর্ম বিহার, মাজুলিতে সত্রীয় সংস্কৃতি দেখতে পাবেন তাঁরা। সোনোয়াল আরও জানান, ২০২৪-২৫ সালে অসমে আভ্যন্তরীণ জলপথ উন্নয়নে ১০১৬ কোটির চেয়েও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাক ও ব্রহ্মপুত্র জাতীয় জলপথের পরিকাঠামো বিকাশে দেওয়া হয়েছে ৬২২ কোটি টাকার প্যাকেজ। বর্তমানে কলকাতা ও বারাণসীর মধ্যে ৮টি নদী ক্রুজ চলছে।