Barak UpdatesHappenings
ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তিতেও সম্প্রীতির ছাপ
১৫ মে সম্প্রীতির দৃষ্টান্তমূলক নজির দেখা গেল শিলচর কারগার থেকে দীপক মালাকারের ডিটেনশন ক্যাম্প মুক্তিতে। শুক্রবার ডিটেনশন ক্যাম্পে বন্দি দীপক মালাকার(৪৪) জামিনে মুক্ত হন। তার জামিন নিতে এগিয়ে আসেন সিদ্দেক আলী বড়ভূইয়া। তিনি জানান, প্রতিবেশী দীপক ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকায় তার বাচ্চাদের কষ্ট দেখে সহ্য করা যাচ্ছিল না৷ তাই জামিনদার হিসেবে তিনিএগিয়ে এসেছেন।
উধারবন্দ পানগ্রামের দীপক মালাকার শুক্রবার মূলত নেলেকের তৎপরতায় ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত হন। ডিটেনশন ক্যাম্পে দীপক বন্দি থাকাকালীন তার মুক্তির জন্য প্রয়োজনীয় সবধরণের আইনি সহায়তায় দৌড়ঝাঁপ ও প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর ভূমিকা নেন নেলেকের কর্মকর্তারা।এদিন দীপক মুক্ত হয়ে বেরিয়ে আসার পর তাকে নগদ অর্থ সহ অত্যাবশকীয় খাদ্যা সামগ্রী তুলে দেন নেলকের কর্মকর্তারা। তারা বাড়ি ফেরার ও সু- বন্দোবস্ত করে দেন তারা।
এদিকে দীপকের জামিনদার হিসেবে যে দুজন এগিয়ে আসেন। তারা হলেন সিদ্দেক আলী বড়ভূইয়া ও নির্মল চন্দ্র চন্দ।উভয়েই দীপকের প্রতিবেশী। তাছাড়া এদিন পুলিশ ভাইয়ের দৌড়ঝাঁপে মুক্তি পান পঞ্চাশোর্ধ্ব চলিতা বস্তির বানিশা বেগম।
এদিন নেলেকের পক্ষে দীপকের উপস্থিত ছিলেন ড: অভিজিৎ নাথ,সৌমিত্র দত্ত রায়, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, জয়দীপ দত্ত রত্নাঙ্কর ভট্টাচার্য্য। সঙ্গে ছিলেন প্রাক্তন পৌর সদস্যার প্রতিনিধি পীযূষ কান্তি চৌধুরী।