Barak UpdatesHappeningsBreaking News
ডিজাস্টার ম্যানেজমেন্টের সভায় বহু প্রকল্পের অনুমোদন
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বর: কাছাড় জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (ডিডিএমএ) এক সভা মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হয়৷ তাতে জেলার বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের অনুমোদন জানানো হয়েছে। ডিডিএমএ-র চিফ এক্সিকিউটিভ অফিসার জেআর লালসিমের পৌরোহিত্যে সভায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত সংক্রান্ত ৩২টি এককালীন সাহায্য, ১১৪টি পুনর্বাসন মূলক প্রকল্প এবং ৮টি দুর্যোগ সংক্রান্ত আর্থিক সাহায্য প্রকল্পের অনুমোদন জানানো হয়। পাশাপাশি জেলার নদীবাঁধ মেরামতি সংক্রান্ত শিলচর জল সম্পদ ডিভিশনের ২৪টি ,বদরপুর ইনভেস্টিগেশন ডিভিশনের ৪টি, পূর্ত বিভাগের ১৭টি রাস্তা এবং শিক্ষা বিভাগের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ভবনের মেরামত সংক্রান্ত প্রকল্পের অনুমোদন জানানো হয়। এতে অন্যান্যদের মধ্যে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন৷ ছিলেন সাংসদ ও বিধায়ক প্রতিনিধিগণ। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিডিএমএ-র প্রজেক্ট অফিসার শামীম আহমেদ লস্কর প্রকল্প গুলির কার্যকারিতা তুলে ধরে উদ্দেশ্য ব্যাখ্যা করেন।