Barak UpdatesHappeningsBreaking News
ডিজাইন ও উদ্ভাবন বিষয়ক দুদিনের কর্মশালা এনআইটিতে
ওয়ে টু বরাক, ২০ মার্চ : ভারত সরকারের ক্ষুদ্র, সূক্ষ্ম ও মাঝারি উদ্যোগ মন্ত্রালয়ের ব্যবস্থাপনায় ও এনআইটি শিলচরের সহযোগিতায় ডিজাইন ও উদ্ভাবনের উপর দু দিনের কর্মশালা ও সচেতনতা সভা সোমবার এনআইটি শিলচরের গেষ্ট হাউস অডিটরিয়ামে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের ইনচার্জ ডিরেক্টর পার্থ সারথি চৌধুরী , রেজিস্ট্রার কে এল বৈষ্ণব, স্টুডেন্ট ওয়েলফেয়ারের ডিন প্রাণজিত বর্মন, গুয়াহাটি থেকে আসা শিল্প বিশেষজ্ঞ কল্যাণ দাস, অনুষ্ঠানের নোডাল অফিসার ডাঃ সুমিত ভৌমিক, দুই কো-আর্ডিনেটর ডাঃ মানস কুমার বেরা ও ডাঃ বিপুল দাস সহ অন্যান্যরা।