Barak UpdatesHappeningsBreaking News

ডিএনএনকে স্কুলে লায়ন-লিওর স্বাস্থ্যশিবির

ওয়েটুবরাক, ২৩ মে : রবিবার লায়ন্স ক্লাব অব শিলচর স্কলার্স ও লিও ক্লাব অব শিলচর স্পার্কল্স-এর উদ্যোগে দীননাথ নবকিশোর উচ্চতর বালিকা বিদ্যালয়ে বন্যাক্রান্ত শরণার্থীদের জন্য এক স্বাস্থ্যশিবির আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ১৩২টি পরিবারের ৬৩৮ জন শরণার্থীর মধ্যে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্লাবের পক্ষ থেকে রোগ নির্ণয় করে উপযুক্ত ঔষধ প্রদান করা হয়। রোগী দেখেন ডাঃ মৃন্ময় চক্রবর্তী এবং ডাঃ কনকদীপ শর্মা৷

স্বাস্থ্য শিবিরের পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করে তুলতে ক্লাবগুলোর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পেন্সিল বক্স দেওয়া হয় এবং পড়াশোনায় ভালো হওয়ার সহজ টিপস শেয়ার করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলচর স্কলার্স-এর সভাপতি অরিজিত গোস্বামী , লিও ক্লাবের সভাপতি দীপাঞ্জল দেব, সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য, গাইডিং লায়ন ও লিও এডভাইসর ইন্দ্রানী ভট্টাচার্য প্রমুখ। স্কুলের অধ্যক্ষ অভিজিত সাহাও তাঁদের সঙ্গে অনেকটা সময় দেন৷ তিনি লায়ন-লিওদের সেবাকার্যের  প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker