Barak UpdatesHappeningsBreaking News
ডা. দেবেন সিনহার জীবনাবসান
ওয়েটুবরাক, ২৭ জানুয়ারিঃ বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগের চিকিৎসক, বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি দেবেন্দ্রকুমার সিনহা আর নেই। শুক্রবার রাত ৬টা ৪০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি গত ২০ জানুয়ারি থেকে গ্রিন হিলস হসপিটালের আইসিইউতে ভেন্টিলেশনে ছিলেন। বয়স হয়েছিল ৬৯ বছর। রেখে গিয়েছেন স্ত্রী পদ্মজা সিনহা, তিন কন্যা প্রিয়াঙ্কা, দেবান্তিনা ও ডা. প্রিয়দর্শিনী এবং জামাতা ডা. ইডেন সিনহা৷
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে।
জনদরদী চিকিৎসক হিসেবেই দেবেন সিনহা বরাক উপত্যকা জুড়ে পরিচিত ছিলেন। পাথারকান্দিতে মূল বাড়ি হলেও পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে শিলচর শহরের অম্বিকাপট্টির বাসিন্দা।
ডা. সিনহার মৃত্যুতে গ্রিনহিলস হসপিটালের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়েছে৷ শোক জানিয়েছেন হার্ট কেয়ার সোসাইটি অব আসামের জোনাল সেক্রেটারি পিনাক চক্রবর্তীও৷
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সভাপতি ড. রাধিকারঞ্জন চক্রবর্তী বলেন, “বড়ই মর্মান্তিক সংবাদ, মেনে নিতে পারছি না একেবারেই। আমার অন্তরঙ্গ বন্ধু ছিল দেবেন। ছাত্রজীবন ও পরবর্তী জীবনের অনেক কথা মানসপটে ভেসে আসছে। আমাদের চিকিৎসা জগৎ ও সামাজিক জগতের প্রভূত ক্ষতি হয়ে গেলো ”
ডা. সিনহার মৃতদেহ রাতে গ্রিন হিলস হসপিটালের মর্গে রয়েছে৷ শনিবার সকাল নয়টায় তাঁকে নিয়ে অম্বিকাপট্টির বাড়ির উদ্দেশে রওয়ানা হবে৷ পথে ভ্যালি হসপিটাল এবং তাঁর চেম্বার অ্যাঞ্জেল ডায়গনোস্টিকের সামনে শবযাত্রা একটু সময়ের জন্য দাঁড়াবে৷ যাবে সিভিল হাসপাতালেও৷ অম্বিকাপট্টির বাড়িতে পরম্পরাগত ক্রিয়াকর্ম সেরে নিয়ে যাওয়া হবে শিলচর শ্মশানে৷