NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডাক ইউনিয়নের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্তে এআইবিওসির নিন্দা
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল : ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজ এবং সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন (গ্রুপ সি) —এই দুই ইউনিয়নের স্বীকৃতি বাতিল করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সারা ভারত ব্যাঙ্ক অফিসারস কনফেডারেশন (এআইবিওসি)। এর নিন্দা জানিয়ে তাঁরা বলেন, একটি ছোট্ট সংগঠনের দায়ের করা সাজানো অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক, বেআইনি ও স্বেচ্ছাচারী পদক্ষেপ।
ব্যাঙ্ক অফিসারদের শীর্ষ ট্রেড ইউনিয়ন এআইবিওসি-র কথায়, ঔপনিবেশিক সময় থেকে এই দুই সংগঠন বৃহত্তর শ্রমিক শ্রেণির আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে ডাক কর্মচারী সহ সামগ্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তাদের অংশগ্রহণ ট্রেড ইউনিয়ন আন্দোলনে গতিময়তা সঞ্চার করে চলেছে। তাই শাসক শ্রেণির আক্রমণ প্রতিরোধে এই দুই সংগঠনের বৃদ্ধি যখন জরুরি ছিল, তখনই ভিত্তিহীন কারণে তাদের স্বীকৃতি বাতিল করে দেওয়া হয়েছে। এআইবিওসি-র অভিযোগ, এর উদ্দেশ্য শ্রমিক শ্রেণিকে ভীত সন্ত্রস্ত করে গোপন এজেন্ডা সার্থক করা। সরকারের শ্রমবিরোধী অবস্থানের বিরোধিতা করা থেকে শ্রমিক-কর্মচারীদের বিরত রাখার জন্য এ একটি নির্মম, অমানবিক পদক্ষেপ। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে ডাক বিভাগের করপোরেটাইজেশন এবং বেরকারীকরণের পরিকল্পিত পদক্ষেপ রয়েছে। পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক স্থাপনের এই ম়ডেলটি ব্যাঙ্কিং ঋণকে বেসরকারিকরণের এক বৃহত্তর ষড়যন্ত্র বলে মন্তব্য করে এআইবিওসি।
এআইবিওসি দৃঢ়ভাবে জানিয়ে দেয়, তারা এনএফপিই -র পেছনে দাঁড়াবে এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে এএফপিই এবং এআইপিইওর সমস্ত কর্মসূচিতে তারা সমর্থন করবে।