Barak UpdatesHappeningsBreaking News
ডাকাত সন্দেহে ভাঙ্গায় গণপিটুনি, ৩ যুবক জখম
ওয়েটুবরাক, ৩০ আগস্ট: ডাকাত সন্দেহে করিমগঞ্জ জেলার ভাঙ্গা কনকলস গ্রামে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলেন জনতা। ঘটনা সোমবার রাত দশটা নাগাদ। অচেনা তিন যুবককে দেখে একাংশ এলাকাবাসীর সন্দেহ হয়৷ শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ তারা জানায়, সাইনুল আহমেদ (২৭) ও শাহজাহান হুসেন (৩০)-র বাড়ি কাছাড় জেলার শ্রীকোনায়৷ নাজিম উদ্দিন বদরপুরের বছলা এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছে দুটি দা ও একটি ছুরি পেতেই উত্তেজনা ব্যাপক হয়ে ওঠে৷ শুরু হয় গণপিটুনি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান ভাঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ নবজ্যোতি গগৈ। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীগৌরী হাসপাতালে পাঠান৷ নাজিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তাদের বক্তব্য, নাজিম উদ্দিনের বোনের বাড়ি রয়েছে ভাঙ্গা কনকলস গ্রামে। সেখানেই যাচ্ছিলেন তারা৷ প্রশ্ন ওঠে, কিন্তু রাতে দা ও ছুরি নিয়ে কেন ঘুরছিলেন৷
বেশ কিছুদিন থেকে বদরপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় চোর-ডাকাতের হানা বেড়ে গিয়েছে। গত ১৭ আগষ্ট এক রাতে এক গ্রামের ১৫টি গরু চুরি হয়৷ গত শনিবারও দরগাবাজার এলাকার নাট মন্দির ভেঙে অর্থ সহ গয়না চুরি হয়। এলাকাবাসীর অনুমান, এসবের পেছনে রয়েছে মাদক দ্রব্যের রমরমা ব্যবসা। পুলিশ সোমবার রাতের ঘটনায় তদন্তে নেমেছে৷