NE UpdatesHappeningsBreaking News
এবার ডাকাতির মামলা, ফের গ্রেফতার সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার

গুয়াহাটি, ২৭ মার্চ : বুধবার একটি মামলায় জামিন পেলেও পুনরায় নতুন মামলায় গ্রেফতার করা হয়েছে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে। বৃহস্পতিবার দ্বিতীয় মামলায় তাকে গ্রেফতার করে পানবাজার পুলিশ। দিলওয়ারের বিরুদ্ধে ১১১/২৫ নম্বরে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে বিএনএস-এর অধীন ৩২৯/৩২৪(৪)/৩৫১(৩)/৩০৯(৪)/১১৫ ধারা সন্নিবিষ্ট করা হয়। এর মধ্যে ৩০৯(৪) ধারাটি জামিনযোগ্য নয়। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে।
সাংবাদিক দিলওয়ারের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ডাকাতির মামলা। ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়ে যাওয়ার মামলা রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য ২৫ মার্চ ব্যাংকের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছিল সাংবাদিকের বিরুদ্ধে। কিন্তু পুলিশ একটি মামলার কথাই প্রকাশ্যে এনেছিল।
প্রসঙ্গত, সাংবাদিকদের উত্তাল প্রতিবাদের পর বুধবার দিলওয়ার হোসেন মজুমদার এর জামিন মঞ্জুর করেছিল কামরূপ জেলা ন্যায় দণ্ডাধীশের আদালত। আদালত দিলোয়ারের জামিন মঞ্জুর করলেও সন্ধ্যা পাঁচটার আগে জামিনের বন্ড জমা দিতে না পারায় তাকে গতকাল গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আজ জামিনের বন্ড জমা দেওয়ার পর মুক্তি পাওয়ার কথা ছিল সাংবাদিক দিলোয়ারের।
এখানে উল্লেখ করা যেতে পারে, গুয়াহাটির এপেক্স ব্যাংকে সংঘটিত কেলেঙ্কারি তথা অনিয়মের বিষয়ে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে প্রশ্ন করে বিপদে পড়ে যান গুয়াহাটি প্রেসক্লাবের সহকারী সম্পাদক দিলওয়ার হোসেন মজুমদার।