Barak UpdatesHappeningsBreaking News
ডলুতে বিমানবন্দর : চুক্তিতে কবেই স্বাক্ষর করেছে ডান-বাম শ্রমিক সংগঠনগুলি
ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : ডলু চা বাগানের জমিতে নতুন বিমানবন্দর স্থাপন নিয়ে শ্রমিক সংগঠনগুলির বিরোধ তুঙ্গে৷ একাংশ শ্রমিক এর বিরোধিতায় সরব হয়েছেন৷ তবে অধিকাংশ শ্রমিক সংগঠন এ ব্যাপারে সম্মতি জানিয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন৷ তাদের মধ্যে যেমন রয়েছেন কংগ্রেস, বিজেপি শ্রমিক নেতৃবৃন্দ, তেমনি আছেন বামপন্থীরা৷
গত ৭ মার্চ ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বরাক ভ্যালি চা মজদুর সংঘের পক্ষে রাজীব নাথ, অখিল ভারতীয় চা মজদুর সঙ্ঘের জেলা সভাপতি চূণীলাল ভট্টাচার্য৷ সই করেছেন টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বরাক ভ্যালি শাখার সচিব শরদিন্দু ভট্টাচার্য, ডলু টি কোম্পানি লিমিটেডের ডিরেক্টর ও ডেপুটি জেনারেল ম্যানেজার এবং শ্রম দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনারও৷
তাতে বলা হয়েছে, ৯২৫০ বিঘা জমি রয়েছে ডলু টি এস্টেটের৷ এর মধ্যে আড়াই হাজার বিঘা পরিত্যক্ত জমি বিমানবন্দরের জন্য দেওয়া হচ্ছে৷ এর বিনিময়ে যে অর্থ পাওয়া যাবে, তা দিয়ে শ্রমিকদের বকেয়া পাওনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি ইত্যাদি পনেরো দিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে৷ এই চুক্তি যথাযথ পালন হচ্ছে কিনা, সেদিকে নজরদারি করতে জেলাশাসক একটি মনিটরিং কমিটি তৈরি দেবেন৷ প্রভিডেন্ট ফান্ডের বকেয়া এরা ইচ্ছে করলে ক্ষতিপূরণের টাকা থেকে সোজাসুজি প্রভিডেন্ট ফান্ড অর্গাইজেশনে পাঠাতে পারবেন৷ স্থায়ী শ্রমিকদের বকেয়া পাওনা ৪০ লক্ষের মধ্যে ২০ লক্ষ ক্ষতিপূরণ পেয়েই মিটিয়ে দেওয়া হবে৷ আরও ১০ লক্ষ টাকা লাগবে অস্থায়ী শ্রমিকদের পাওনা মেটাতে৷
চুক্তিতে আরও বলা হয়েছে, ইউনিয়নগুলি প্রশাসনকে না জানিয়ে ডলু বাগানের ভেতরে কোনও সভা করতে পারবেন না৷ কোম্পানি শ্রমিকদের এক ডিভিশন থেকে অন্য ডিভিশনে বদলি করতে পারবেন৷