NE UpdatesHappeningsCultureBreaking News
ডবকায় তিনদিনের রাজ্যস্তরের চিত্র প্রদর্শনী ও শিবির

হোজাই, ২৬ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিশন ইন মোশন সংস্থার উদ্যোগে ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যস্তরের এক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে শান্তি বোন পার্কে শিবির অনুষ্ঠিত হয়। এতে মোট ৩০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করে। তৃতীয় দিনে সমাপনী অনুষ্ঠান হয়। ডবকা, হোজাইয়ের হেমপ্রভা আর্ট গ্যালারিতে চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হয়।
২৩ জানুয়ারি প্রথম দিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভ সূচনা করেন চিত্রশিল্পী টিকেন্দ্রজিৎ শইকীয়া, চিত্রশিল্পী সুভাষ মাইতি, প্রাণকৃষ্ণ কর শিল্পী ও সাহিত্যিক এবং সমাজসেবী প্রকাশ সিং। তারপর অতিথিদের গামোছা এবং টুপি পরিয়ে বরণ করা হয়। তারপর চিত্রশিল্পীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথিরা। তারপর ফিতে কেটে প্রদর্শনীর কক্ষ উদ্বোধন করেন অতিথিরা।
এ নিয়ে দ্বিতীয়বার “দ্য গ্রুপ অব কালার্স” থেকে বরাকের একদল চিত্রশিল্পীকে নিয়ে গৌরশঙ্কর নাথ রাজ্যস্তরের চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই প্রদর্শনীতে বিভিন্ন জেলা থেকে প্রখ্যাত চিত্রশিল্পীরা এতে অংশগ্রহণ করে। “দ্য গ্রুপ অব কালার্স” এর পক্ষ থেকে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন শিলচরের চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ, শ্রীভূমির সিদ্ধার্থশংকর দাস, বদরপুরের অনুপ কুমার বড়ভূঁইয়া, ভাঙ্গার বিষ্ণুপদ দাস ও ভুবন দাস, শিলচরের তপতী নাথ, অনামিকা দাস, অপর্ণা নাথ, বিশাল দাস, শালগঙ্গার মৌ দাস। সংস্থার তরফ থেকে প্রত্যেক শিল্পীকে শুভেচ্ছা স্মারক এবং মানপত্র দিয়ে বরণ করেন ভিশন ইন মোশন গ্রুপের সম্পাদক কনক পন্ডিত। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. জুনমনি বরা। ২৪ জানুয়ারি শুক্রবার শান্তি বোন পার্কে এক চিত্রশিল্পী শিবির শুরু হয়। এতে মোট ৩০ জন চিত্রশিল্পী অংশ নেন। তাৎক্ষণিক জলরঙের ছবির মাধ্যমে নিজের সৃজনশীল প্রতিভাকে বাস্তব রূপ দেন শিল্পীরা।