Barak UpdatesHappeningsSportsBreaking News

ডগারের গোলে মাতৃভূমির ফাইনালে যুবমোর্চা নরসিংপুর মণ্ডল

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বরঃ মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল যুবমোর্চা নরসিংপুর মণ্ডল এফসি। সোমবার চলতি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিপক্ষ রাজগোবিন্দপুর দলকে ১-০ গোলের ব্যবধানে পরাস্ত করল তারা।

ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ এদিন কানায় কানায় ভর্তি ছিল দর্শকে, কম করেও কুড়ি হাজার ফুটবল প্রেমী দর্শক উপভোগ করেন দর্শনীয় ফুটবল ম্যাচ। এদিন প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় যুবমোর্চা নরসিংপুর মণ্ডল এফসি। খেলার ১৫ মিনিটের মাথায় দুর্দান্ত গোলটি করেন ডগার সিংহ।

খেতাবি লড়াইয়ে আত্মবিশ্বাসী দুই দলই দ্বিতীয়ার্ধের খেলায় ঝাঁপিয়ে পড়ে । একদিকে ব্যবধান বাড়াতে যখন ব্যস্ত যুবমোর্চা নরসিংপুর মণ্ডল, তখন সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রাজগোবিন্দপুর এফসি। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায় কোন দলই গোল করতে সক্ষম হয়নি, যদিও বার কয়েক গোল করার সুযোগ পেয়েছিল রাজগোবিন্দপুর। শেষমেশ  একমাত্র গোলেই বাজিমাত করে ফাইনাল নিশ্চিত করতে সক্ষম হয় যুবমোর্চা নরসিংপুর মণ্ডল এফসি । হারলেও দারুণ লড়াই করেছে গোটা টুর্নামেন্টে সবার নজর কাড়া রাজগোবিন্দপুর এফসি দল।

রেফারি অন্তিম বাঁশি বাজাতেই ময়দানে তুমুল হর্ষোল্লাসে মেতে ওঠেন যুবমোর্চা সমর্থক সহ বিজয়ী খেলোয়াড়রা৷ কারণ বহু প্রতীক্ষিত খেতাবি ট্রফি দখল করতে মাত্র এককদম দূরে তারা। এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর। সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন যুবমোর্চা নরসিংপুর মণ্ডল এফসি দলের খেলোয়াড় ডগার। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসাবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল ও ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এম এফ সামসুল আলম লস্কর। উল্লেখ্য ম্যান অব দ্য ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপল কুমার দাস।

আগামী ৬ সেপ্টেম্বর কালাখাল ও জামালপুর এফসির মধ্যে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা আগামী ১০ সেপ্টেম্বর, জানান মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker