Barak UpdatesHappeningsBreaking News
টয়কাথনঃ বঙ্গের ১৮ প্রতিযোগী দলের মূল্যায়ন করবে শিলচর এনআইটি
ওয়েটুবরাক, ২০ জুনঃ শূদ্রক রচিত ‘মৃচ্ছকটিক’ নাটকে মাটিতে তৈরি গাড়ির কথা বলা হয়েছে। আসলে মাটির গাড়ি নিয়েই ওই নাটক। অর্থাৎ ভারতবর্ষে খেলনা তৈরির পরম্পরা সুপ্রাচীন। কিন্তু বর্তমান ভারতীয় বাজার ভরে গিয়েছে বিদেশি খেলনাতে। এর দরুন একদিকে ভারতীয় টাকা বিদেশে চলে যাচ্ছে, অন্যদিকে স্থানীয় খেলনাশিল্পীরা কর্মহীন হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, শিল্পসমৃদ্ধ খেলনাগুলিকে কীভাবে আকর্ষণীয় করে তুলে লাভজনক শিল্পে পরিণত করা যায়, সে ব্যাপারে আগ্রহীদের উদ্ভাবন শক্তি নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। আয়োজন করা হয়েছেন টয়কাথনের। দেশের ৮৫টি নোডাল সেন্টারে টয় বা খেলনাকেন্দ্রীক অনলাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ থেকে ২৪ জুন এই প্রতিযোগিতা হবে শিলচর এনআইটিতেও। আসলে এখান থেকে বিচারকমণ্ডলী পশ্চিমবঙ্গের ১৭টি এবং উত্তরাখণ্ডের ১টি দলের উদ্ভাবনী শক্তির বিচার ও মূল্যায়ন করবেন। ওই দলগুলির মধ্যে ৩টি স্কুল ছাত্রদের, ১৪টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এবং ১টি রয়েছে এন্ট্রেপ্রেনারের।
শিলচর এনআইটির দুটি দলও টাইকোথন-এ অংশ নিয়েছে। তারা অরুণাচল ও মুম্বাই নোডাল সেন্টারে নিজেদের টয়কেন্দ্রীক উদ্ভাবনী শক্তির পরীক্ষা দেবেন।
আজ এক ভার্চুয়াল প্রেস মিটে সাংবাদিকদের এইসব তথ্য জানান শিলচর এনআইটির ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায়। অধ্যাপক এফএ তালুকদার, মানস বেরা ও ওয়াসিম আরিফ বলেন, শিলচর এনআইটি এ ব্যাপারে অসমের নোডাল সেন্টার।